Sunday, September 14, 2025
Homeস্বাস্থ্য ও জীবনডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু

ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। ময়মনসিংহ বিভাগের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। এর আগে ৬ জানুয়ারি ডেঙ্গুতে দুজনের মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হলো।

 

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, আজ সকাল আটটা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ৪৫ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে সর্বোচ্চ ১৫ জন রোগী ভর্তি হয়েছেন।

এ সময় ডেঙ্গু নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ৯, ঢাকা বিভাগে ৯ (ঢাকার দুই সিটি করপোরেশন বাদে), রাজশাহী বিভাগে ৫, চট্টগ্রাম বিভাগে ৪, খুলনা বিভাগে ১, বরিশাল বিভাগে ১ ও ময়মনসিংহ বিভাগের হাসপাতালে ১ জন রোগী ভর্তি হয়েছেন।

আরও পড়ুনঃ দেশে এই প্রথম রিওভাইরাস শনাক্ত

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি বিশ্লেষণ করে দেখা গেছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ২৭ জন পুরুষ ও ১৮ জন নারী।

দেশে ২০২৩ সালে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড হয়। ওই বছর ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের। আর গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫৭৫ জনের মৃত্যু হয়। আর হাসপাতালে ভর্তি হন ১ লাখ ১ হাজার ২১৪ জন।

দৈনিক সচেতন বার্তাকে ইনস্টাগ্রামে ফলো করুন।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments