ফরিদপুরে বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ রোববার বেলা পৌনে একটার দিকে ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের বোয়ালিয়ায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, মোটরসাইকেলে করে দুজন আরোহী যাচ্ছিলেন। এ সময় যাত্রীবাহী একটি বাস ওই মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
আরও দেখুনঃ অটোরিকশা-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, আহত ৯
খবরের সত্যতা নিশ্চিত করে করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন চৌধুরী বলেন, নিহত দুই মোটরসাইকেল আরোহীর পরিচয় পাওয়া যায়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।