Sunday, September 14, 2025
Homeখেলাধুলাবিপিএলে টানা দ্বিতীয় জয় সিলেটের

বিপিএলে টানা দ্বিতীয় জয় সিলেটের

চলতি বিপিএলে চতুর্থ ম্যাচে প্রথম জয়ের স্বাদ পেয়েছিল সিলেট স্ট্রাইকার্স। এবার নিজেদের পঞ্চম ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রাখলো তারা। খুলনা টাইগার্সকে ৮ রানে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেলো আরিফুল হকের দল। অন্যদিকে টানা দ্বিতীয় পরাজয় দেখলো মেহেদী হাসান মিরাজের দল।

 

আজকের ম্যাচে নুরুল হাসান সোহান হতে পারলেন না আবু হায়দার রনি। যদিও রনির সামনে কাজটা সোহানের চেয়ে সহজই ছিল। শেষ ওভারে সোহানের প্রয়োজন ছিল ২৬ রান, রনির প্রয়োজন ১৯ রান। প্রথম তিন বল থেকে দুটি বাউন্ডারির মাধ্যমে ৯ রান নিয়ে আবু হায়দার রনি তেমনই শ্বাসরূদ্ধকর একটা সমাপ্তির ইঙ্গিত দিয়েছিলেন।

আরও পড়ুনঃ জাকিরের ঝড় ব্যাটিংয়ে সিলেটের চ্যালেঞ্জিং পুঁজি

কিন্তু তা পারলেন না রনি। শেষ ওভারের ৪র্থ বলে ছক্কা মারতে গিয়ে বাউন্ডারি লাইনআপে ধরা পড়ে গেলেন তিনি তানজিম হাসান সাকিবের হাতে। সে সঙ্গে খুলনা টাইগার্সের জয়ের সম্ভাবনাও শেষ হয়ে গেলো। শেষ পর্যন্ত টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচে ৮ রানে সিলেট স্ট্রাইকার্সের কাছে হারলো খুলনা টাইগার্স।

প্রথমে ব্যাট করে রনি তালুকদার এবং জাকির হাসানের ব্যাটিং ঝড়ে ১৮২ রান সংগ্রহ করে সিলেট স্ট্রাইকার্স। জবাব দিতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৭৪ রানে থেমে যেতে হলো খুলনা টাইগার্সকে।

বিস্তারিত আসছে ………

খেলাধুলাসহ সকল সংবাদের নিয়মিত আপডেট পেতে দৈনিক সচেতন বার্তার ইনস্টাগ্রামে চোখ রাখুন।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments