Monday, September 15, 2025
Homeবিনোদনবিয়ের পিঁড়িতে প্রভাস, পাত্রী কে?

বিয়ের পিঁড়িতে প্রভাস, পাত্রী কে?

দক্ষিণী তারকা প্রভাস কাজ দিয়ে যেমন আলোচনায় থাকেন, তেমনি তার ব্যক্তিগত জীবন নিয়েও সমালোচনার শেষ নেই।একাধিক অভিনেত্রীর সঙ্গে তার নাম জড়িয়েছে।

 

বিশেষ করে বাহুবলী ছবির সময় থেকে আনুশকা শেঠির সঙ্গে তার নাম জড়ানোর পর থেকে এই আলোচনা আরও তীব্র হয়। অনেকেই ধরে নিয়েছিলেন, আনুশকাকেই হয়তো বিয়ে করবেন প্রভাস। তবে এতদিনে সেই গুঞ্জন সত্যি হয়নি।

তার সময়ের অনেকেই বিয়ে করে সংসারী হলেও তিনি এখনো সিঙ্গেলই রয়ে গেছেন।

অবশেষে নাকি বিয়ের পিঁড়িতে বসছেন দক্ষিণী এই তারকা।

এক সাক্ষাৎকারে রামচরণের মন্তব্যের জন্য নতুন এই জল্পনার সূত্রপাত। দক্ষিণী তারকা জানিয়েছেন, খুব শিগগিরই নাকি বিয়ে করতে চলেছেন প্রভাস। পাত্রী নাকি অন্ধ্রপ্রদেশের গণপভরামের মেয়ে।

বিয়ের পিঁড়িতে প্রভাস,
প্রভাস ও আনুশকা – ফাইল ছবি

এর পরেই জল্পনা বাড়িয়ে দিয়েছে দক্ষিণী বাণিজ্য বিশ্লেষক মনোবালা বিজয়বালান। এক্স হ্যান্ডলে তিনি প্রভাসের নাম লিখে তার সঙ্গে নবদম্পতির ইমোজি জুড়ে দিয়েছেন। এই পোস্টে দেখেই কৌতূহল প্রকাশ করতে শুরু করেন অনুরাগীরা। উচ্ছ্বসিত হয়ে তারা পাত্রী সম্পর্কে জানতে আগ্রহী। কেউ কেউ আবার আনুশকা শেঠিকেই পাত্রী হিসেবে দেখতে চাইছেন।

আরও পড়ুনঃ দুঃসংবাদ দিয়ে বছর শুরু কিয়ারার

যদিও নেটপাড়ায় অনেকের মত, প্রভাসের বিয়ে জল্পনা নাকি স্রেফ গুঞ্জন। আগামী ছবির জন্য বিয়ের একটি দৃশ্যে তাকে দেখা যাবে বলেই এমন গুঞ্জন। যদিও অনুরাগীরা তা মানতে নারাজ। তারা প্রাণপণ চাইছেন, এ বার যেন এই গুঞ্জন সত্যি হয়।

শুধু আনুশকা নয়। বলিউডের কৃতি শ্যাননের সঙ্গেও নাম জড়িয়েছিল প্রভাসের। ‘আদিপুরুষ’ ছবির শুটিংয়ের সময়ে দু’জনকে নিয়ে গুঞ্জন রটেছিল।

দৈনিক সচেতন বার্তাকে ইনস্টাগ্রামে ফলো করুন।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments