Saturday, September 13, 2025
Homeবিনোদনসোনাক্ষীর ভিডিও ভাইরাল

সোনাক্ষীর ভিডিও ভাইরাল

সোনাক্ষী সিনহাকে সচরাচর মাথা গরম করতে দেখা যায় না। পাপারাৎজিদের সঙ্গেও তার সম্পর্ক খুবই ভাল। তবে এবার মেজাজ হারালেন অভিনেত্রী। এক ক্যামেরাপার্সনের কাজ দেখে কড়া ভাষায় কথা বললেন অভিনেত্রী।

 

সম্প্রতি নেট দুনিয়ায় সোনাক্ষীর একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে প্রবেশ করছেন অভিনেত্রী। অনুষ্ঠানে সোনাক্ষীর সঙ্গে ছিলেন তার স্বামী জহির ইকবালও। তখনই এক ক্যামেরাপার্সন অভিনেত্রীকে অনুসরণ করতে শুরু করেন। শুরু হয় একের পর এক ছবি তোলা।

হাত জোর করে সোনাক্ষী বললেন, এবার দয়া করে থামুন
সোনাক্ষী সিনহা।ফাইল ছবি

প্রথমে সোনাক্ষী হাসি মুখেই হাঁটছিলেন। কিন্তু শেষে মেজাজ হারান। ছবি শিকারির উদ্দেশে তাকে ওই ভিডিওতে বলতে শোনা যায়, এ বার আপনি থামুন! অনেক হয়েছে। তার পরেই ওই ছবিশিকারির উদ্দেশে হাত জোর করে অনুরোধ করতে থাকেন অভিনেত্রী। অভিনেত্রীর আচরণ দেখে ছবিশিকারিরা প্রত্যেকেই তার থেকে দূরে সরে যান।

আরও পড়ুনঃ দাবানলে আটকে গেলেন নোরা ফাতেহি!

গত বছর জুন মাসে জহিরের সঙ্গে বিয়ে সেরে তাদের সম্পর্কে সিলমোহর দেন সোনাক্ষী। তার আগে তারা প্রায় সাত বছর সম্পর্কে ছিলেন। গত বছর কাকুড়া ছবিতে সোনাক্ষীকে দর্শক দেখেছেন।

দৈনিক সচেতন বার্তাকে ইনস্টাগ্রামে ফলো করুন।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments