মাদারীপুরে এক তরুণীর সঙ্গে রাজৈর থানা পুলিশের দুই এএসআই মদপান করে নৃত্যে অংশ নেয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে সমলোচনার ঝড় ওঠে পুরো জেলাজুড়ে।
বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত দুই পুলিশ উপ-সহকারী পরিদর্শককে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন মাদারীপুর জেলার পুলিশ সুপার মো. সাইফুজ্জামান। অভিযুক্তরা হলেন, রাজৈর থানায় এএসআই মো. হাদিবুর রহমান ও স্বপন অধিকারী।
আরও পড়ুনঃ উত্তরা পূর্ব থানার ওসি প্রত্যাহার
জানা যায়, রাজৈরের কদমবাড়ি ইউনিয়নের নটাখোলা এলাকায় একটি জন্মদিনের অনুষ্ঠানে সম্প্রতি যোগ দেন রাজৈর থানায় এএসআই মো. হাদিবুর রহমান ও স্বপন অধিকারী। পরে মদপান করে এক তরুণীর সঙ্গে নৃত্য করেন দুই পুলিশ সদস্য।
যা এরইমধ্যে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি নজরে আসলে জেলার পুলিশ সুপার দুই এএসআইকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করেন। বিষয়টিতে ষড়যন্ত্রের শিকার বলে দাবি অভিযুক্ত দুই পুলিশ সদস্যের।
ঘটনা প্রসঙ্গে মাদারীপুরের পুলিশ সুপার (এসপি) মো. সাইফুজ্জামান দৈনিক সচেতন বার্তাকে জানান, পুলিশের নিয়মনীতি ভঙ্গ করার অভিযোগে রাজৈর থানার দুই এএসআইকে প্রত্যাহার করা হয়েছে। শৃঙ্খলাভঙ্গে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে।
দেশ-বিদেশের সকল খবর জানতে দৈনিক সচেতন বার্তাকে ইনস্টাগ্রামে ফলো করুন।