ইচ্ছাকৃতভাবে অন্যায়কারী পুলিশদের বিচার হবে: আইজিপি

পুলিশ বাহিনীর যেসব সদস্য ইচ্ছাকৃতভাবে অন্যায় করেছেন তাদের বিচার হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। বুধবার (জানুয়ারি) বিকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) ও রাজশাহী রেঞ্জ পুলিশের যৌথ উদ্যোগে আয়োজিত এক বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

 

তিনি বলেন, জুলাই-আগস্টে পুলিশের ভূমিকা নিয়ে জনগণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। যারা ইচ্ছাকৃতভাবে অন্যায় করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

রাজশাহী পুলিশ লাইন্স ড্রিল শেডে আয়োজিত এই সভায় পুলিশ সদস্যরা আইজিপিকে তাদের বিভিন্ন সমস্যা অবহিত করেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান।

আরও পড়ুনঃ পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে কাজ চলছে : আইজিপি

আইজিপি সভায় আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সর্বোচ্চ ভূমিকা রাখতে হবে। দীর্ঘ সময় ধরে পুলিশ জনগণের সাথে মিলেমিশে শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। পুলিশকে জনবান্ধব করতে, পুলিশের মধ্যে বিদ্যমান অসঙ্গতি দূর করতে এবং স্বাধীনভাবে কাজ করার পরিবেশ সৃষ্টি করতে কাজ করছে পুলিশ সংস্কার কমিশন। বাংলাদেশ পুলিশ এ বিষয়ে সহযোগিতা করছে।

তিনি বলেন, উত্তম পুলিশি সেবা দিয়ে এটি দূর করতে বাংলাদেশ পুলিশ সর্বাত্মকভাবে কাজ করছে। পুলিশে দুর্নীতিগ্রস্তদের ঠাঁই হবে না। অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং নেওয়া হবে। জনগণের সাথে মিশে আমরা একটি সুন্দর, সুশৃঙ্খল ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে দৃঢ় প্রতিজ্ঞ। এজন্য পেশাদারিত্ব, ন্যায়পরায়ণতা এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে পুলিশ সদস্যদের।

বিশেষ কল্যাণ সভায় আরও বক্তব্য রাখেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান এবং রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সারোয়ার জাহান। স্বাগত বক্তব্য দেন রাজশাহীর পুলিশ সুপার ফারজানা ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার কামরুন নাহার।

নিয়মিত সকল খবরের আপডেট পেতে দৈনিক সচেতন বার্তার Youtube চ্যানেলে চোখ রাখুন।