Sunday, September 14, 2025
Homeঘটনা-দুর্ঘটনাগাজীপুরে অগ্নিকান্ডে পুড়লো ৬টি ঝুটের গুদাম

গাজীপুরে অগ্নিকান্ডে পুড়লো ৬টি ঝুটের গুদাম

গাজীপুর মহানগরীর কোনাবাড়ির পারিজাত এলাকায় আগুনে পুড়ে গেছে ৬টি ঝুটের গুদাম। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকান্ডের এ ঘটনায় প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। 

 

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ভোর ৪টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে বলে জানান কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম।

স্থানীয়রা ও দমকল বাহিনী জানায়, আজ ভোট ৪টার দিকে পারিজাত এলাকার একটি ঝুট গোডাউনে আগুন লাগে। প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয়।

আরও পড়ুনঃ রাজশাহীতে যুবদলের সাবেক নেতার বাড়িতে গুলি, বাবা নিহত

পরে খবর পেয়ে কোনাবাড়ি মর্ডান ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও পরে সারাবো মর্ডান ফায়ার সার্ভিসের আরও দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে তবে দমকল বাহিনী ডাম্পিংয়ের কাজ করছে।

কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর সাইফুল ইসলাম বলেন, কোনাবাড়ী থানাধীন পারিজাত এলাকায় টিন শেডের একটি ঝুট গুদামে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আশপাশের আরও ৫টি ঝুট গুদামে আগুন ছড়িয়ে পড়ে।

এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। এদিকে খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ও সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। পরে প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

এর মধ্যে আগুনে ঝুটের ৬টি গুদাম পুড়ে গেছে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে আগুনে সূত্রপাত হয়েছে।

দৈনিক সচেতন বার্তাকে ফেসবুকে ফলো করুন

RELATED ARTICLES

Most Popular

Recent Comments