Friday, September 12, 2025
Homeখেলাধুলাটাকা না পেয়ে রাজশাহী কেন প্রতিবাদ করল, অন‍্যরা কেন করে না

টাকা না পেয়ে রাজশাহী কেন প্রতিবাদ করল, অন‍্যরা কেন করে না

এখন পর্যন্ত কত টাকা পেয়েছেন?
জবাব এল, কন্ট্রাক্ট পেপারই পাইনি। টাকা পাব কোত্থেকে!

 

কাল মুঠোফোনে কথোপকথনটা হচ্ছিল চিটাগং কিংসের এক খেলোয়াড়ের সঙ্গে। গতকালের ম্যাচটিসহ এবারের বিপিএলে পাঁচ ম্যাচ খেলে ফেললেও ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে কাল পর্যন্ত কোনো টাকা পাননি ওই খেলোয়াড়। এ নিয়ে তাঁর মধ্যে কোনো অনিশ্চয়তাও দেখা গেল না অবশ্য, ফ্র্যাঞ্চাইজির প্রতি আস্থা আছে আমাদের। আমি না পেলেও কেউ কেউ কিছু টাকা পেয়েছে। আমরাও পেয়ে যাব আশা করি।

আরও পড়ুনঃ টটেনহ্যামকে হারিয়ে দুইয়ে আর্সেনাল

তাহলে কন্ট্রাক্ট পেপারের আলোচনাটা আসছে কেন? আরও দু–একটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কথা বলে যা জানা গেল, শুরু থেকে এই পর্যন্ত সব বিপিএলেই খেলোয়াড়েরা টুর্নামেন্ট খেলতে শুরু করেন আনুষ্ঠানিক চুক্তি সই করা ছাড়া। কারণ, বিপিএল গভর্নিং কাউন্সিল থেকে সব ফ্র্যাঞ্চাইজিকে যে চুক্তিপত্র সরবরাহ করার কথা, সেটি পাঠানোই হয় টুর্নামেন্টের মাঝপথে বা শেষের দিকে। এবার যেমন এখন পর্যন্ত ফ্র্যাঞ্চাইজিরা চুক্তিপত্র হাতে পায়নি। যথারীতি মুখে মুখেই চলছে কাজকর্ম; যদিও সবকিছু হওয়ার কথা গভর্নিং কাউন্সিল, ফ্র্যাঞ্চাইজি ও খেলোয়াড়দের মধ্য ত্রিপক্ষীয় চুক্তির মাধ্যমে।

রাজশাহীর ফ্র্যাঞ্চাইজির মালিকানা নিয়ে জটিলতার যে গুঞ্জন, সেটাই কি ইন্ধন দিচ্ছে এতে? নাকি অন্য ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটাররা যে টাকাপয়সা না পেয়েও সেটাকে স্বাভাবিক ধরে নিয়ে ফ্র্যাঞ্চাইজির ওপর আস্থা দেখাচ্ছেন, অস্বাভাবিকতা সেখানে? সেটিই যদি হয়, তাহলে তো বিপিএল নিয়ে আরও বড় শঙ্কাই সামনে আসে।

যে যাই বলুন, এ জাতীয় টুর্নামেন্টের মূল উদ্দেশ্যই হলো ব্যবসা, অর্থ উপার্জন। খেলোয়াড়েরা খেলে, ফ্র্যাঞ্চাইজিরা খেলিয়ে এবং আয়োজকেরা টুর্নামেন্ট আয়োজন করে আয় করবে। কিন্তু আয়ের চেনা উৎসগুলো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেলে এবং তা নিয়ে কেউ প্রশ্ন না তুললে প্রশ্ন জাগা স্বাভাবিক—প্রত্যাশিত আয়টা অন্য কোনোভাবে আসছে না তো? আর যাই হোক, ‘ব্যবসা’ করে কেউ তো লস দিতে চাইবে না!

দৈনিক সচেতন বার্তাকে ফেসবুকে ফলো করুন

RELATED ARTICLES

Most Popular

Recent Comments