যুক্তরাষ্ট্রে অবশেষে বন্ধ হয়ে গেলো জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক। শনিবার (১৮ জানুয়ারি) রাত থেকেই বন্ধ হয়ে গেছে চীনা অ্যাপটি, সরিয়ে নেওয়া হয়েছে অ্যাপল এবং গুগল প্লে স্টোর থেকেও।
যুক্তরাষ্ট্রে ব্যাপক জনপ্রিয় অ্যাপ টিকটকের মালিক চীনা কোম্পানি বাইটডান্সে। দেশটিতে প্রায় ১৭ কোটি মানুষ এই অ্যাপ ব্যবহার করে থাকেন। তবে যুক্তরাষ্ট্রে গত বছর পাস হওয়া একটি আইনের আওতায় টিকটকের মূল কোম্পানি বাইটডান্স থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। গত শুক্রবার সর্বসম্মতিক্রমে এই নিষেধাজ্ঞা বহাল রাখেন মার্কিন সুপ্রিম কোর্ট।
তবে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি দায়িত্ব গ্রহণের পর টিকটককে নিষেধাজ্ঞা থেকে ৯০ দিনের জন্য অব্যাহতি দেবেন। টিকটক এই প্রতিশ্রুতি উল্লেখ করে তাদের ব্যবহারকারীদের একটি বার্তাও দিয়েছে।
আরও পড়ুনঃ যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হলো টিকটক অ্যাপ
স্থানীয় সময় শনিবার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে ব্যবহারকারীরা টিকটকে প্রবেশের চেষ্টা করলে একটি বার্তা পান। সেখানে লেখা ছিল, যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ করার আইন কার্যকর হয়েছে। ফলে এই মুহূর্তে টিকটক ব্যবহার সম্ভব নয়। তবে প্রেসিডেন্ট ট্রাম্প ফের টিকটক চালু করতে একটি সমাধান খুঁজে বের করার প্রতিশ্রুতি দিয়েছেন। আমাদের সঙ্গে থাকুন।
টিকটকের পাশাপাশি বাইটডান্সের অন্যান্য অ্যাপ, যেমন ক্যাপকাট এবং লেমন৮-ও যুক্তরাষ্ট্রে আর ব্যবহার করা যাচ্ছে না।
শনিবার মার্কিন সম্প্রচারমাধ্যম এনবিসি কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, টিকটককে ৯০ দিনের সময়সীমা দেওয়া ঠিক হবে। যদি আমি তা করি, তবে সোমবার তা ঘোষণা করার সম্ভাবনা বেশি।
এর আগে টিকটক জানায়, রোববার থেকে তারা যুক্তরাষ্ট্রে তাদের কার্যক্রম বন্ধ করতে বাধ্য হবে, যদি না অ্যাপল ও গুগল প্রশাসনের কাছ থেকে আশ্বাস পায় যে, তারা কোনো ধরনের আইনি ঝামেলায় পড়বে না।
হোয়াইট হাউস জানিয়েছে, টিকটকের বিষয়ে এখন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব নতুন প্রশাসনের। তবে, চীনের ওয়াশিংটন দূতাবাস যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ করে বলেছে, তারা রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে টিকটককে অন্যায়ভাবে দমন করছে।
দূতাবাস আরও জানিয়েছে, চীন তাদের বৈধ অধিকার এবং স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে।