Sunday, September 14, 2025
Homeবিনোদনসাইফের কথা বলতে গিয়ে মেজাজ হারালেন জ্যাকি শ্রফ!

সাইফের কথা বলতে গিয়ে মেজাজ হারালেন জ্যাকি শ্রফ!

বলিউডের বর্ষীয়ান অভিনেতা জ্যাকি শ্রফ স্বামী দাদাতে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্র জীবন শুরু করেন। এরপর হিরো সিনেমাতে মীনাক্ষী শেষাদ্রির বিপরীতে অভিনয় করেন জ্যাকি। এই চলচ্চিত্রটি বক্স অফিসে বেশ ভালো ব্যবসা করে। 

এদিকে সাইফ আলীর ওপর হামলার বিষয় নিয়ে কথা বলার সময় সংবাদমাধ্যমের উপর মেজাজ হারালেন জ্যাকি। বর্ষীয়ান অভিনেতা বলেন, এই ঘটনা যে হৃদয়বিদারক তা নিয়ে কোনও সন্দেহ নেই।

আরও পড়ুনঃ সাইফ আলী খানের ওপর হামলাকারী বাংলাদেশি, সন্দেহ মুম্বাই পুলিশের

জ্যাকির কথায়,  এই ঘটনায় মানে এটা না যে পুরো মুম্বাই শহর আর নিরাপদ নয়। এবার থেকে তারকাদের নিজের ও তাদের পরিবারের নিরাপত্তার বিষয়ে আরও কঠোর হওয়া প্রয়োজন।

আরও পড়ুনঃ সাইফের ঘটনায় ২ সন্দেহভাজন আটক

প্রসঙ্গত, বিপদ কেটে গেছে, দ্রুত সেরে উঠছেন বলিউড অভিনেতা সাইফ আলী খান। তিনি বর্তমানে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুনঃ সাইফ আইসিইউতে, পুত্রকে দেখতে হাসপাতালে শর্মিলা

এদিকে, সাইফের হামলাকারী গ্রেপ্তার হওয়ার পরই হাসপাতালে যান কারিনা কাপুর। সঙ্গে ছিল তার দুই ছেলে তৈমুর ও জেহ। দুই সন্তানকে দেখভালের লোকজনও ছিলেন সঙ্গে। নতুন করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই কাপুর পরিবারের নিরাপত্তা আরও জোরদার করা হয়।

আমাদের ভিডিও সংবাদ গুলো দেখতে যুক্ত থাকুন ইউটিউব দৈনিক সচেতন বার্তা চ্যানেলে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments