Friday, September 12, 2025
Homeজাতীয়শিক্ষা ও সাহিত্যজাবিতে ছাত্রশিবিরের উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব আগামীকাল

জাবিতে ছাত্রশিবিরের উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব আগামীকাল

জাবি প্রতিনিধি:    প্রায় তিন দশক পর গত বছর প্রকাশ্যে আসে ইসলামী ছাত্রশিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা। প্রকাশ্যে আসার পর প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামে Aks Shibir, know Shibir শীর্ষক উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বের আয়োজন করেছে তারা।

আগামীকাল বুধবার (২২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামের সেমিনার রুমে অনুষ্ঠিত হবে আয়োজনটি। এতে উপস্থিত থাকবেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও প্রকাশনা সম্পাদক আবু সাদিক কায়েম।

আরও পড়ুনঃ বেরোবি ছাত্রশিবিরের কমিটি ঘোষণা

সংগঠনটির নেতাকর্মিরা জানিয়েছে, মূলত গত বছরের ১৬ ডিসেম্বর ৫৪তম বিজয় দিবস উপলক্ষ্যে আয়োজিত কুইজ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণে আসলেও একই অনুষ্ঠানে থাকবে ‘Ask Shibir, Know Shibir’ নামক একটি প্রশ্নোত্তর পর্ব। সেখানেও অন্যান্যদের সাথে উপস্থিত থাকবে জাহিদুল ইসলাম ও আবু সাদিক কায়েম। শিক্ষার্থীদের শিবির সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন তারা।

এবিষয়ে শাখা শিবিরের সভাপতি মহিবুর রহমান মুহিব বলেন, বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক পরিস্থিতির কারণে আমরা দীর্ঘদিন এ ধরনের আয়োজন করতে পারি নি। শিক্ষার্থীদের মধ্যে আমাদের নিয়ে নানাবিধ প্রশ্ন রয়েছে। আমরা শিক্ষার্থীদের সেসব প্রশ্নের উত্তর দিতেই এই আয়োজন করেছি। আমরা নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থীদেরকেই রেজিস্ট্রেশনের ভিত্তিতে অংশগ্রহণের সুযোগ দিতে পারব। তবে সামনেও আমাদের এমন আয়োজন অব্যাহত থাকবে।

দেশ-বিদেশের সকল সংবাদের আপডেট জানতে দৈনিক সচেতন বার্তাকে   Facebook  এ ফলো করুন।
RELATED ARTICLES

Most Popular

Recent Comments