Sunday, September 14, 2025
Homeসারাদেশআইন-শৃঙ্খলা পরিস্থিতি দিন দিন উন্নত হচ্ছে: ইসি মাছউদ

আইন-শৃঙ্খলা পরিস্থিতি দিন দিন উন্নত হচ্ছে: ইসি মাছউদ

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ ব‌লে‌ছেন, আইন-শৃঙ্খলা দিন দিন উন্নত হচ্ছে। আমি বিশ্বাস করি প্রধান উপদেষ্টা মহোদয় ঘোষিত সময়ের মধ্যেই নিশ্চয় আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুন্দর হবে।

 

ভোটার তালিকা হালনাগাদ ২০২৫ উপলক্ষে পটুয়াখালী‌তে জেলা নির্বাচন অফিসে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আজ বৃহস্পতিবার সকালে এ কথা বলেন তিনি।

নির্বাচন কমিশনার বলেন, আমরা জাতিকে একটি সুন্দর সুষ্ঠু নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারব বলে আশাবাদী। ভোটগ্রহণের যে পরিবেশ সেটা সুন্দর হবে। আমরা আপাতত ব্যালটের মাধ্যমেই নির্বাচনের জন্য মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছি।

আরও পড়ুনঃ শেখ হাসিনা ১৭ বিলিয়ন ডলার পাচার করেছে: ড. ইউনূস

আব্দুর রহমানেল মাছউদ আরও বলেন, সত্যিকার অর্থে আমরা এখন জাতীয় নির্বাচন নিয়েই ভাবছি। কাজেই জাতীয় নির্বাচন যাতে সুষ্ঠুভাবে করতে পারি তার দিকে এগিয়ে যাচ্ছি। সুন্দর সুষ্ঠু নির্বাচন করা নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব। সকল প্রকার তথাকথিত প্রভাবমুক্ত থেকে জাতিকে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দিতে পারব বলে আমরা আত্মবিশ্বাসী। নির্বাচন কোনোভাবেই প্রভান্বিত হওয়ার সুযোগ নাই।

সিনিয়র নির্বাচন কর্মকর্তা খান আবি শাহানুর খানের সভাপ‌তি‌ত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছি‌লেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। সভায় পটুয়াখালীর সকল উপজেলার নির্বাচন কর্মকর্তা, জেলার নির্বাচন সং‌শ্লিষ্ট ব‌্য‌ক্তিবর্গ ও বি‌ভিন্ন গণমাধ‌্যমের সংবাদকর্মীরা উপ‌স্থিত ছি‌লেন।

থাকুন সচেতন বার্তার সাথে, দেখুন ভিডিও সংবাদ গুলো ইউটিউবদৈনিক সচেতন বার্তা চ্যানেলে

RELATED ARTICLES

Most Popular

Recent Comments