Saturday, September 13, 2025
Homeজাতীয়পুতুলকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে: দুদক

পুতুলকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে: দুদক

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

 

আজ রোববার দুদকের মহাপরিচালক মো. আখতার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, সায়মা ওয়াজেদ পুতুলকে দেশে ফিরিয়ে আনা যায় কি-না, সে বিষয়ে দুদকের তদন্ত দল কাজ করছে।

আরও পড়ুনঃ নির্বাচনের ঘোষণা দ্রুত হওয়া উচিত: মির্জা ফখরুল

দুদকের মহাপরিচালক মো. আখতার হোসেন আরও জানান, রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার এবং নিয়মবহির্ভূত কার্যকলাপের আশ্রয় নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালক নিয়োগ দেওয়ার অভিযোগে বেশকিছু পদক্ষেপ নিয়েছে দুদক।

দুর্নীতি দমন কমিশনের পাওয়া অভিযোগের ওপর পরিচালিত অনুসন্ধানে পাওয়া প্রাথমিক তথ্য থেকে জানা গেছে, সায়মা ওয়াজেদ পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে বাংলাদেশের মনোনয়নের ভিত্তিতে পদায়নের জন্য রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার এবং নিয়মবহির্ভূত কার্যকলাপের আশ্রয় নেওয়া হয়েছে।

তিনি বলেন, সার্বিকভাবে দেখা গেছে- সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দুর্নীতির বিশ্বাসযোগ্য অভিযোগ রয়েছে। এমন একজন ব্যক্তি বাংলাদেশের মনোনীত হয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি সম্মানজনক পদে দায়িত্ব পালন করে যাওয়া দেশের জন্য মর্যাদাহানিকর। এতে বিশ্বে দেশের সুনাম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

রাজনীতিসহ সারাদেশের সকল খবরের আপডেট পেতে দৈনিক সচেতন বার্তার  YouTube   এ চোখ রাখুন।
RELATED ARTICLES

Most Popular

Recent Comments