Sunday, September 14, 2025
Homeআন্তর্জাতিকএবার ট্রাম্পের বিরুদ্ধে অপরাধ তদন্ত করা কর্মকর্তারা বরখাস্ত

এবার ট্রাম্পের বিরুদ্ধে অপরাধ তদন্ত করা কর্মকর্তারা বরখাস্ত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিয়েছেন। এরপর থেকেই ঝড়ের বেগে একের পর এক কাজ করে যাচ্ছেন। এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে তদন্ত করা বেশ কয়েক জন কর্মকর্তাকে বরখাস্ত করেছে আমেরিকার বিচার বিভাগ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

 

প্রতিবেদনে বলা হয়েছে, কর্মকর্তাদের বরখাস্তের বিষয়টি সম্পর্কে অবগত বেশ কয়েকটি সূত্র এ কথা জানিয়েছে। বরখাস্তকৃত কর্মকর্তাদের কাছে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল জেমস ম্যাকহেনরির পাঠানো একটি চিঠিতে বলা হয়েছে, ট্রাম্পের এজেন্ডা নিখুঁতভাবে’ বাস্তবায়নের জন্য তাদের আর বিশ্বাস করা যায় না। এই কর্মকর্তারা বিশেষ কৌঁসুলি জ্যাক স্মিথের অধীনে কাজ করতেন।

আরও পড়ুনঃ যুদ্ধবিরতিতে রাজি হওয়ার পরও গাজায় হামলা, নিহত ৩০

বার্তা সংস্থা রয়টার্স জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সোমবার বিচার বিভাগের এক ডজনেরও বেশি আইনজীবীকে বরখাস্ত করেছেন যারা তাঁর বিরুদ্ধে দুটি ফৌজদারি মামলা নিয়ে তদন্ত করেছিলেন।

মার্কিন বিচার বিভাগের একজন কর্মকর্তা বার্তাসংস্থাটিকে বলেছেন, ট্রাম্পের নিয়োগপ্রাপ্ত ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল জেমস ম্যাকহেনরি এই সিদ্ধান্তে উপনীত হওয়ার পর কর্মকর্তাদের বরখাস্ত করা হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চিঠির অনুলিপিতে এই কর্মকর্তাদের বরখাস্তকে ন্যায্যতা দেওয়ার জন্য মার্কিন সংবিধানের অধীনে প্রধান নির্বাহী হিসেবে ট্রাম্পের ক্ষমতার কথা উল্লেখ করেছেন ম্যাকহেনরি।

বরখাস্তের পেছনে যুক্তি দেখানো হয়েছে, প্রেসিডেন্টের বিচারের ক্ষেত্রে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে ট্রাম্পের এজেন্ডাকে তারা বিশ্বস্তভাবে বাস্তবায়নে কাজ করবেন তেমনটা বিশ্বাস করা যায় না।’

ট্রাম্পের বিরুদ্ধে করা মার্কিন বিচার বিভাগের দুটি মামলার বিশেষ কৌঁসুলি হিসেবে ২০২২ সালে নিয়োগ পান জ্যাক স্মিথ।

৬ জানুয়ারি ক্যাপিটল ভবনে দাঙ্গায় উসকানি দেওয়া ও সরকারি গোপন নথি সরানোর অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে ওই মামলা দুটি করা হয়েছিল।
সূত্র : বিবিসি, রয়টার্স

দেশ-বিদেশের সকল সংবাদের আপডেট জানতে দৈনিক সচেতন বার্তাকে   Facebookএ ফলো করুন।
RELATED ARTICLES

Most Popular

Recent Comments