Sunday, September 14, 2025
Homeসারাদেশরাজশাহী রেলস্টেশনে বিক্ষুব্ধ যাত্রীরা ভাঙচুর করলেন

রাজশাহী রেলস্টেশনে বিক্ষুব্ধ যাত্রীরা ভাঙচুর করলেন

রেলওয়ে রানিং স্টাফ ও কল্যাণ শ্রমিক ইউনিয়নের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী রাজশাহী স্টেশন থেকে গন্তব্যের উদ্দেশে কোনো ট্রেন ছেড়ে যাচ্ছে না।

 

চিলাহাটিগামী সকাল ৬টা ২০ মিনিটের তিতুমীর এক্সপ্রেস, সকাল ৬টা ৩০ মিনিটের খুলনাগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস, সকাল ৭টার ঢাকাগামী বনলতা এক্সপ্রেস এবং সকাল ৭টা ৪০ মিনিটের ঢাকাগামী সিল্কসিটি ট্রেন ছেড়ে যায়নি।

আরও পড়ুনঃ রেলে আ’লীগের রাজত্বে বিএনপির দখল

এসব ট্রেনের যাত্রীরা সকালে এসে ট্রেন বন্ধ দেখে বিক্ষুব্ধ হয়ে স্টেশনের চেয়ার ভাঙচুর করেন। পাশাপাশি দুইজন স্টাফকে আটক করে মারধর করেন।

আরও পড়ুনঃ রেলে আ’লীগের রাজত্বে বিএনপির দখল

যাত্রীরা বলেন, টিকেট বিক্রি করে পূর্বঘোষণা ছাড়ায় ট্রেন বন্ধ রাখায় তারা ভোগান্তিতে পড়েছেন। এরকম কাণ্ডজ্ঞানহীন আচরণের জন্য রেলওয়ে কর্তৃপক্ষের শাস্তির দাবিও জানান ভুক্তভোগী যাত্রীরা।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, ট্রেন চলাচল স্বাভাবিক করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হচ্ছে।

আপনার অপেক্ষায় নতুন রেসিপি, সাজসজ্জা, অনেক কিছু সচেতন বার্তার পিন্টারেস্ট দৈনিক সচেতন বার্তা সোশ্যাল মিডিয়া। 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments