Friday, September 12, 2025
Homeজাতীয়পদত্যাগের সিদ্ধান্ত নেইনি, বললেন নাহিদ ইসলাম

পদত্যাগের সিদ্ধান্ত নেইনি, বললেন নাহিদ ইসলাম

অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বললেন, পদত্যাগ করার সিদ্ধান্ত নেইনি।

 

বৃহস্পতিবার একটি দৈনিক পত্রিকায় উপদেষ্টা নাহিদ ও আসিফের পদত্যাগের কথা জানিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়। এদিন দুপুরে মন্ত্রণালয়ে সাংবাদিকরা ‘পদত্যাগের’ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে এ কথা জানান তিনি।

তথ্য উপদেষ্টা বলেন, আমি বা আসিফ এখনও পদত্যাগের সিদ্ধান্ত নেইনি, নিলে নিজেরাই জানাব।

আরও পড়ুনঃ বিএনপি নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ চাচ্ছে : নাহিদ ইসলাম

তিনি বলেন, প্রতিবেদনটি আমার নজরে এসেছে, সামাজিক যোগাযোগমাধ্যমেও দেখেছি। পত্রিকা আসলে কোন উৎস থেকে এটা করেছে, সেটা পরিষ্কার করেনি।

নাহিদ ইসলাম বলেন, এ ধরনের (পদত্যাগের) সিদ্ধান্ত এখনও হয়নি। যদি হয় তাহলে আমরা নিজেরাই বলব। রাজনৈতিক দলে অংশগ্রহণের পরিস্থিতি হলে, আমরা সরকার ছাড়ার সিদ্ধান্ত নিলে সেটা আনুষ্ঠানিকভাবেই বলব।

থাকুন সচেতন বার্তার সাথে ফেসবুকে দৈনিক সচেতন বার্তা সচেতন বার্তা আছে আপনারই পাশে

RELATED ARTICLES

Most Popular

Recent Comments