Friday, September 12, 2025
Homeসারাদেশরাবিতে স্থানীয় ছাত্রের মৃত্যুর ঘটনায় মামলা, সহকারী প্রক্টরসহ আসামি ১৫

রাবিতে স্থানীয় ছাত্রের মৃত্যুর ঘটনায় মামলা, সহকারী প্রক্টরসহ আসামি ১৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্থানীয় শিমুল নামের এক ছাত্রের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরসহ ১০-১৫ জন অজ্ঞাত আসামি করে এ মামলা করা হয়। বৃহস্পতিবার নগরীর মতিহার থানার ওসি আব্দুল মালেক তথ্যটি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, মৃত শিমুলের বাবা বাদী হয়ে বিশ্ববিদ্যালযের সহাকারী প্রক্টরসহ ১০-১৫ অজ্ঞাত আসামি করে হত্যা মামলা করেছেন। তবে বাদী মামলার এজহারে কারো নাম উল্লেখ করেনি।

আরও পড়ুনঃ পুতুলকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে: দুদক

এর আগে, গত ২৩ জানুয়ারি রাত ৯টার পর বিশ্ববিদ্যালয়ের কুদরত-ই-খুদা ও স্যার জগদীশ চন্দ্র বসু ভবনের মাঝে মেয়ে সহপাঠীর সঙ্গে অবস্থান করছিলেন শিমুল। এসময় প্রক্টরিয়াল বডির টহলরত গাড়ি জগদীশ চন্দ্র বসু ভবনের পিছনে আসে। তখন গাড়ি দেখে শিমুল ও তার সহপাঠী বাইক নিয়ে  তাড়াহুড়ো করে ওই জায়গা ত্যাগ করেন। এ সময় দুর্ঘটনায় আহত হন শিমুল এবং হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত ছাত্র নগরীর পশ্চিম বুথপাড়া এলাকা।

দেশ-বিদেশের সকল সংবাদের আপডেট জানতে দৈনিক সচেতন বার্তাকে   Facebook  এ ফলো করুন।
RELATED ARTICLES

Most Popular

Recent Comments