Saturday, September 13, 2025
Homeবিনোদনস্বামী-সন্তানসহ প্রকাশ্যে চিত্রনায়িকা পপি

স্বামী-সন্তানসহ প্রকাশ্যে চিত্রনায়িকা পপি

একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পপি হঠাৎ করেই আড়ালে চলে যান। এরপর শোবিজের কারো সঙ্গে কিংবা কোনো অনুষ্ঠানে দেখা যায়নি তাকে। এর পরই গুঞ্জন চাউর হতে থাকে যে গোপনে বিয়ে করে সংসার করছেন এই নায়িকা।

 

এরপর বিভিন্ন সময়ে এ রকম গুঞ্জনও ওঠে মা হয়েছেন পপি। এসব বিষয়ে এখন পর্যন্ত মুখ খোলেননি নায়িকা। এর মধ্যে প্রকাশ্যে এসেছে স্বামী-সন্তানসহ পপির ছবি। ইতিমধ্যে তা অন্তর্জালে ছড়িয়ে পড়েছে।
ছবিতে দেখা গেছে, সন্তানের জন্মদিন পালন করছেন পপি ও তার স্বামী।

আরও পড়ুনঃ মান্নাতের জন্য শাহরুখকে ৯ কোটি টাকা ফেরত দেবে সরকার 

তাদের সন্তানের নাম আয়াত। বয়স প্রায় চার বছর। এখন স্বামী-সন্তান নিয়ে ধানমণ্ডিতে থাকেন এই তারকা।
জানা গেছে, পপির স্বামীর নাম আদনান উদ্দিন কামাল।

তিনি একটি গ্রুপ অব প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর। এ ছাড়া তার জাহাজের ব্যবসা রয়েছে। তিনি লালবাগ কাজী রিয়াজ উদ্দিন রোডের বাসিন্দা।

২০২১ সালের অক্টোবরে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ছেলেসন্তানের জন্ম দেন পপি। আর বিয়ের পর এখন পুরোদমে সংসারী তিনি। ইন্ডাস্ট্রির কারো সঙ্গে কোনো যোগাযোগও নেই তার।

এদিকে সোমবার (৩ ফেব্রুয়ারি) পপির বোন ফিরোজা পারভীন খুলনা নগরীর সোনাডাঙ্গা থানায় তার বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

সোনাডাঙ্গা থানার জিডি সূত্রে জানা গেছে, পৈতৃক জমি দখলে নেওয়ার জন্য স্বামী আদনান উদ্দিন কামাল, কল্লোল মজুমদার, শিপনসহ পপি সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে শিববাড়ী এলাকার ভাড়াটিয়া বাড়ির সামনে যান। এতে বাধা দিলে পপি ও তার স্বামী মিলে বোন ফিরোজা পারভীনকে হুমকি দেন।

পপির মা-বোন জানান, বিয়ের পর পরিবারের সঙ্গে দূরত্ব বাড়তে থাকে তার (পপি)। সন্তানের স্বীকৃতি আর স্বামীর মন রক্ষায় তাদের ওপর অমানবিক অত্যাচার চালাচ্ছেন বলেও অভিযোগ মা-বোনের।

দেশ-বিদেশের সকল সংবাদের আপডেট জানতে দৈনিক সচেতন বার্তাকে   Facebookএ ফলো করুন।
RELATED ARTICLES

Most Popular

Recent Comments