Saturday, September 13, 2025
Homeবিনোদন‘পরী আমার’, কেন বললেন শেখ সাদী

‘পরী আমার’, কেন বললেন শেখ সাদী

চিত্রনায়িকা পরীমনির সঙ্গে আদালতে দেখা গেছে তরুণ গায়ক শেখ সাদীকে। পরে জানা যায়, পরীমনির মামলায় জামিনদার হয়েছেন এই তরুণ গায়ক। এর পর থেকে শেখ সাদীকে নিয়ে আলোচনা বেড়েছে। এর মধ্যে সাদীর একটি পোস্ট যেন সেই আলোচনাকে আরও উসকে দিয়েছে।

 

গতকাল রাতে সাদী তাঁর ফেসবুক পোস্টে ভালোবাসার ইমোজি দিয়ে লিখেছেন, অন্য কোনো মেয়েকে এখন আর আমার ভালো লাগে না। পরী আমার। সাদীর এমন ফেসবুক পোস্টে ঢালিউড চিত্রনায়িকা পরীমনি মন্তব্য করেন। দরজার আড়াল থেকে উঁকি দেওয়া একটি পুতুলের ইমোজি জুড়ে দিয়ে লেখেন, ওহ!

আরও পড়ুনঃ পরীমণির জামিনদার কে এই তরুণ

কেউ কেউ বলছেন, ভালোবাসা দিবসের আগে নিজের মনের ইচ্ছা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় গায়ক শেখ সাদী। জানিয়েছেন, তিনিই পরীমনির একমাত্র যোগ্য।

শেখ সাদী আজ সোমবার দুপুরে প্রথম আলোকে বলেন, ও রকম সিরিয়াস কিছু ভেবে দিইনি। কিন্তু সবাই যে এত সিরিয়াসলি এটা নেবে, ভাবতেও পারিনি। এখন থেকে ফেসবুকে কিছু লেখার আগে ভাবব। সহকর্মী, একসঙ্গে কাজের পরিকল্পনা চলছে, এর বেশি আর কিছু নয়।

তাই বলে এমন ক্যাপশন লিখে পোস্ট! সাদী বলেন, চ্যাটজিপিটির কাছ থেকে একটা ক্যাপশন চেয়েছিলাম। সেখান থেকে এমন একটা বাক্য পেয়েছি।চ্যাটজিপিটি আপনার মনের কথা বুঝে গেছে? (হাসি), বিশ্বাস করুন, চ্যাটজিপিটি অনেক স্মার্ট। তবে বিষয়টা তো এ রকম নয়। এটা ঠিক যে প্রত্যেক ছেলে চাইবে তাঁর জীবনসঙ্গী পরীর মতো হোক। পরি র মতো। তাই লিখেছি। আমি এখন তাহলে পরি পেতে পারি।

এদিকে শেখ সাদীর এমন পোস্টের মন্তব্যের ঘরে ভক্তরাও লিখেছেন নানা কথা। একজন লিখেছেন, তোমাকে শুধু পরীর সাথেই ভালো লাগে।আরেকজন লিখেছেন, গান হয়ে যাক একটা পরী নিয়ে, আমাদের পরীমনির সাথে।এ বছরের সেরা ক্যাপশন এমন মন্তব্য করেছেন আরেক ভক্ত। অনেকে আবার তরুণ এ গায়ককে শুভকামনাও জানাতে শুরু করেছেন।

গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর গত ২৭ জানুয়ারি আদালতে আত্মসমর্পণ করে জামিন পান ঢালিউড চিত্রনায়িকা পরীমনি। এদিন এই নায়িকার জামিনদার হন গায়ক সাদী। আদালতে শুরু থেকে শেষ পর্যন্ত পরীমনির সঙ্গে ছিলেন তিনি। তারপরই চর্চায় পরিণত হয়েছেন তরুণ এই গায়ক।

পরীমনি সে সময় প্রথম আলোকে বলেছিলেন, একটা চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে আমার জীবন চলছে। বিপদের সময় যিনি পাশে থাকেন, তিনি জীবনের জন্য আশীর্বাদ। আমি এই জীবনে অনেক শুভাকাঙ্ক্ষী পেয়েছি, এখনো আমার অনেক শুভাকাঙ্ক্ষী রয়েছেন। আমার সুখ-দুঃখের গল্পগুলো তাঁদের সঙ্গে ভাগাভাগি করি। এতে আমি মানসিকভাবে ভালো থাকি।’ আর শেখ সাদী বলেছিলেন, ‘আমিও ইন্ডাস্ট্রিতে কাজ করছি অনেক দিন হলো। পরীমনির অনেক ইতিবাচক গুণ রয়েছে। বিপদ-আপদে মানুষের পাশে থাকেন। আমি তাঁর মঙ্গল কামনা করি সব সময়।

পরীমনির ফেসবুক পেজে দেখা যায়, শেখ সাদীর একটি ভিডিও প্রকাশ পেয়েছে। তাতে পরীমনি লিখেছেন, …পৃথিবীকে জানতে দিয়ো, তুমি এই পৃথিবীর আলো…। এ ছাড়া ১৩ জানুয়ারি পরীমনির ফেসবুক পেজে শেখ সাদীর আরও ভিডিও প্রকাশ পেয়েছে। একই দিন শেখ সাদীর আরও একটি ভিডিও পরীমনির ফেসবুক পেজে প্রকাশ পায়।

দেশ-বিদেশের সকল সংবাদের আপডেট জানতে দৈনিক সচেতন বার্তাকে   Facebook এ ফলো করুন।
RELATED ARTICLES

Most Popular

Recent Comments