লিউড গ্রিকগড খ্যাত হৃতিক রোশনের প্রেমিকা হওয়া মোটেই সহজ বিষয় নয়। তার জন্য সাবাকেও কম কটুক্তি শুনতে হয় না। এমনকী দুজনের বয়সের ফারাক নিয়েও চলে কটাক্ষ। বাবার বয়সী মন্তব্যে ভরে যায় কমেন্ট বক্স। এমন মন্তব্য করায় এক ব্যক্তিকে মুখের উপর জবাব দিলেন সাবা আজাদ।
সম্প্রতি সুমিত নামের এক ব্যক্তির করা মন্তব্যের স্ক্রিনশট শেয়ার করেন অভিনেত্রী। সেখানে তিনি লেখেন, ওকে সুমিত আঙ্কেল জি। হতে পারে আপনার জগতে যখন লোকেরা প্রেমে পড়ে তখন তাঁরা অক্ষম হয়ে যায়, বাড়িওয়ালারা ভাড়া চাওয়া বন্ধ করে দেয় এবং নিজের টেবিলে খাবার যাদুবলেই এসে যায়! বাহ!
আরও পড়ুনঃবিজ্ঞাপনেই ব্যস্ত চিত্রনায়িকা মিম
২০২২ সালে একে অপরের সঙ্গে ডেটিং করা শুরু করেন সাবা ও হৃতিক। ২০২২ সালে করণ জোহরের ৫০ বছরের জন্মদিনের উদযাপনে একে অপরের হাত ধরে পার্টিতে হাজির হয়েছিলেন। জুটি হিসেবে সেই প্রথম জনসমক্ষে হাজির হন তাঁরা। গত বছরের অক্টোবরে তাঁদের সম্পর্ক তিন বছর পূর্ণ করায় তাঁরা দু’জন একে অপরকে তা উৎসর্গ করেন।
হৃতিক এর আগে ইন্টেরিয়র ডিজাইনার সুজান খানকে বিয়ে করেছিলেন। তাঁরা ২০০০ সালের ডিসেম্বরে বিয়ে করেন। তার কয়েক বছর মধ্যে মা-বাবাও হন। তাঁদের দুই ছেলে রয়েছে। ২০০৬ সালে জন্ম হয় হৃহানের এবং ২০০৮ সালে জন্ম হয় হৃদানের। ২০১৪ সালে হৃতিক ও সুজানের বিবাহ বিচ্ছেদ হয়। হিন্দুস্থান টাইমস।
থাকুন সচেতন বার্তার সাথে ফেসবুকে দৈনিক সচেতন বার্তা সচেতন বার্তা আছে আপনারই পাশে