Friday, September 12, 2025
Homeজাতীয়কুড়িগ্রামে সীমান্ত থেকে সিসিটিভি ক্যামেরা সরাল বিএসএফ

কুড়িগ্রামে সীমান্ত থেকে সিসিটিভি ক্যামেরা সরাল বিএসএফ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বাঁশজানি-ভারত সীমান্ত থেকে সিসিটিভি ক্যামেরা সরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল মঙ্গলবার রাত ১১টার পর সীমান্ত এলাকার গাছের ওপর লাগানো সিসিটিভি ক্যামেরা খুলে নেওয়া হয়।

 

কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান সিসিটিভি খুলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গত সোমবার সকালে বিএসএফ আন্তর্জাতিক সীমানাপিলার ৯৭৮–এর ৯ এস সাবপিলারের পাশে ভারতের নো ম্যান্স ল্যান্ডে গাছের ওপর সিসিটিভি ক্যামেরাটি লাগায়। ওই ঘটনায় বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয় এবং সোমবার দিনভর বিজিবি ও বিএসএফের ক্যাম্প এবং কোম্পানি কমান্ডার পর্যায়ে কয়েক দফা পতাকা বৈঠক হলেও সুরাহা হয়নি।

আরও পড়ুনঃ সীমান্তে বিজিবিকে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহারের অনুমতি

গতকাল দুপুরে দুই দেশের অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে সীমান্ত এলাকা থেকে বিএসএফ সিসিটিভি ক্যামেরা সরিয়ে নিতে সম্মত হয়। রাত ১১টার পর ভারতীয় অংশের ওই গাছ থেকে বিএসএফ সিসিটিভি ক্যামেরা সরিয়ে নেয়।

ভূরুঙ্গামারী উপজেলার বাঁশজানি গ্রামের বাসিন্দা শামীম হোসেন বলেন, গতকাল দুই দেশের অধিনায়ক পর্যায়ে বৈঠকের পর রাতে বিএফএস সিসিটিভি ক্যামেরা সরিয়ে নেয়। এদিকে দুই দেশের সীমান্ত মসজিদের জন্য আমরা টিনের বেড়া দিয়েছিলাম সেটাও আমরা সরিয়ে নিয়েছি।

লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান জানান, বিজিবি ও বিএসএফের অধিনায়ক পর্যায়ে বৈঠকের পর বাঁশজানি সীমান্ত এলাকা থেকে সিসিটিভি ক্যামেরাটি খুলে ফেলার সিদ্ধান্ত হয়। একই সঙ্গে শূন্যরেখার ১৫০ গজের মধ্যে পাকা স্থাপনা নির্মাণ না করার সিদ্ধান্ত হয়েছে।

থাকুন সচেতন বার্তার সাথে,সচেতন বার্তার ইন্সটাগ্রাম  দৈনিক সচেতন বার্তা পেইজ আছে আপনারই পাশে

RELATED ARTICLES

Most Popular

Recent Comments