Sunday, September 14, 2025
Homeসারাদেশকুমিল্লায় রেলস্টেশনে টাস্কফোর্সের অভিযান, ৮৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

কুমিল্লায় রেলস্টেশনে টাস্কফোর্সের অভিযান, ৮৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

কুমিল্লার আদর্শ সদর উপজেলার রসুলপুর রেলস্টেশনে টাস্কফোর্সের অভিযানে ৮৭ লাখ টাকা মূল্যের ভারতীয় আতশবাজি ও কিশমিশ জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

বৃহস্পতিবার সকালে কুমিল্লা ১০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাহিদ পারভেজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

আরও পড়ুনঃ ব্রাহ্মণবাড়িয়ায় ৭ ভারতীয় চোরাকারবারি গ্রেফতার

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১০ বিজিবির নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত টাস্কফোর্স অভিযান চালানো হয়। গতকাল বুধবার বিকেলে রসুলপুর রেলওয়ে স্টেশনে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার রতন কুমার দত্তের উপস্থিতিতে বিজিবি এবং পুলিশের সমন্বয়ে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালানো হয়।

অভিযানে মালিকবিহীন অবস্থায় ৪ লাখ ২ হাজার ৫৭৫টি বিভিন্ন ধরনের ভারতীয় বাজি ও ৫৯ কেজি কিশমিশ জব্দ করা হয়।

জব্দ করা ভারতীয় পণ্যের বাজারমূল্য প্রায় ৮৭ লাখ ১৫ হাজার টাকা। এসব অবৈধ দ্রব্যসামগ্রী বিধি মোতাবেক কাস্টমসে জমা করা হবে বলে জানিয়েছেন লেফটেন্যান্ট কর্নেল এ এম জাহিদ পারভেজ।

থাকুন সচেতন বার্তার সাথে ফেসবুকে দৈনিক সচেতন বার্তা সচেতন বার্তা আছে আপনারই পাশে

RELATED ARTICLES

Most Popular

Recent Comments