Friday, September 12, 2025
Homeসারাদেশডিউটি থেকে ফিরে ফাঁস নিলেন পুলিশ কনস্টেবল

ডিউটি থেকে ফিরে ফাঁস নিলেন পুলিশ কনস্টেবল

সাতক্ষীরায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন অনুপম কুমার ঘোষ (২৬) নামে এক পুলিশ কনস্টেবল। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৩টার দিকে সাতক্ষীরা শহরের রসুলপুর এলাকায় তার ভাড়া বাড়িতে এই ঘটনা ঘটে।

 

অনুপম কুমার ঘোষ বাগেরহাট জেলার চিতলমারী থানার দুর্গাপুর খরমখালি গ্রামের আশীষ কুমার ঘোষের ছেলে। তার কনস্টেবল নম্বর ১১২২।

পুলিশ সূত্র জানায়, কনস্টেবল অনুপম ঘোষ সাতক্ষীরা পুলিশ লাইনে কর্মরত ছিলেন। তিনি রসুলপুর এলাকায় স্ত্রীকে নিয়ে ভাড়া থাকতেন। ডিউটি শেষে শনিবার রাত ২টার দিকে বাসায় ফেরেন। রাত ৩টার দিকে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে ফাঁস নেন।

আরও পড়ুনঃ সাবেক ছাত্রদল নেতাকে অস্ত্রধারীদের এলোপাতাড়ি গুলি

তাকে উদ্ধার করে রাত সাড়ে তিনটার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে তিনি আত্মহত্যা করেছেন।

সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মারুফ হাসান বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ভোরে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। ধারণ করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে তিনি ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।

থাকুন সচেতন বার্তার সাথে ফেসবুকে দৈনিক সচেতন বার্তা সচেতন বার্তা আছে আপনারই পাশে 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments