Friday, September 12, 2025
Homeখেলাধুলাচ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে কোহলি যেসব মাইলফলকের সামনে

চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে কোহলি যেসব মাইলফলকের সামনে

দুবাইয়ে হবে নাকি বিরাট কোহলির আরেকটি ‘মাস্টারক্লাস’? গত মঙ্গলবার এই দুবাইয়েই সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে কোহলির ৮৪ রানের দারুণ এক ইনিংসে ফাইনালে ওঠে ভারত। দরজায় কড়া নাড়ছে চ্যাম্পিয়নস ট্রফির সেই ফাইনাল। দুবাই স্টেডিয়ামে আগামীকাল শিরোপা–লড়াইয়ে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত। এ ম্যাচে কোহলিকে হাতছানি দিয়ে ডাকছে দারুণ এক মাইলফলক।

 

চ্যাম্পিয়নস ট্রফিতে ফর্ম ফিরে পেয়েছেন কোহলি। সেমিফাইনালের আগে গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে খেলেছেন অপরাজিত ১০০ রানের ইনিংস। স্বাভাবিকভাবেই ফাইনালেও কোহলির ব্যাট চওড়া হয়ে উঠবে—প্রত্যাশা ভারতের সমর্থকদের। সেটি পারলে কিন্তু চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক হবেন কোহলি।

আরও পড়ুনঃ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের সঙ্গী কে?

চ্যাম্পিয়নস ট্রফিতে এখন পর্যন্ত সর্বোচ্চ রান ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ক্রিস গেইলের। ১৭ ম্যাচে ১৭ ইনিংসে ব্যাটিংয়ে নেমে করেছেন ৭৯১ রান। কোহলি ১৭ ম্যাচে ১৬ ইনিংসে ৭৪৬ রান নিয়ে দুইয়ে। রেকর্ডটি নিজের করে নিতে কোহলির চাই আর ৪৬ রান।

বর্তমান ক্রিকেটারদের মধ্যে চ্যাম্পিয়নস ট্রফিতে কোহলি ছাড়া আর কারও রানই সাত শর কোঠায় নেই। ১২ ইনিংসে ৬৫৬ রান নিয়ে বর্তমান ক্রিকেটারদের মধ্যে কোহলির পরই ইংল্যান্ডের কিংবদন্তি জো রুট। ১৪ ইনিংসে ৫৮৫ রান নিয়ে এরপরই ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তবে সব মিলিয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে ন্যূনতম সাত শ রান আছে চার ক্রিকেটারের। গেইল ও কোহলির পর এই তালিকায় আছেন শ্রীলঙ্কার কিংবদন্তি মাহেলা জয়াবর্ধনে ও ভারতের শিখর ধাওয়ান। ২১ ইনিংসে ৭৪২ রান নিয়ে তালিকার তিনে জয়াবর্ধনে। ১০ ইনিংসে ৭০১ রান নিয়ে চারে ধাওয়ান।

ফাইনালে অন্তত ৫৫ রান করতে পারলে আরেকটি মাইলফলকের দেখা পাবেন কোহলি। কুমার সাঙ্গাকারাকে পেছনে ফেলে ওয়ানডেতে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তখন দুইয়ে উঠে আসবেন কোহলি। ৩৮০ ইনিংসে ১৪২৩৪ রান করেছেন শ্রীলঙ্কান কিংবদন্তি সাঙ্গাকারা। কোহলির সংগ্রহ ২৮৯ ইনিংসে ১৪১৮০ রান। ৪৫২ ইনিংসে ১৮৪২৬ রান নিয়ে এই তালিকার শীর্ষে ভারতের কিংবদন্তি শচীন টেন্ডুলকার।

এবার চ্যাম্পিয়নস ট্রফিতে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় চারে কোহলি। ৩ ইনিংসে ২২৭ রান নিয়ে শীর্ষে থাকা ইংল্যান্ডের বেন ডাকেটের সঙ্গে মাত্র ১০ রান ব্যবধানে পিছিয়ে কোহলি। ৪ ইনিংসে তাঁর সংগ্রহ ২১৭ রান। অর্থাৎ ফাইনালে এই টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার সুযোগও পাচ্ছেন ভারতীয় তারকা। যদিও সুযোগটি তিনি একাই পাচ্ছেন না। নিউজিল্যান্ডের ব্যাটসম্যান রাচিন রবীন্দ্র ৩ ইনিংসে ২২৬ রান নিয়ে এই তালিকায় দ্বিতীয়। সুযোগটা তাই রবীন্দ্রও পাচ্ছেন।

থাকুন সচেতন বার্তার সাথে ফেসবুকে দৈনিক সচেতন বার্তা সচেতন বার্তা আছে আপনারই পাশে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments