রাজশাহীর পবায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন মোটরসাইকেলচালক শামীম ওসমান (২৮) ও আরোহী সাদ্দাম আলী (৩০)।
শনিবার (৮ মার্চ) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার হরিপুর ইউনিয়নের মুরারিপুর কালুর ডাইং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শামীম চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চাঁদ শিকারি খাসের হাটের মানিক আলীর ছেলে ও সাদ্দাম একই উপজেলার তেলকুপির সেন্টু আলীর ছেলে।
আরও পড়ুনঃ গাড়িচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর
স্থানীয়রা জানান, বিকেলে শামীম ও সাদ্দাম আলী মোটরসাইকেলে করে রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিলেন। অপরদিকে পাথর বোঝাই একটি ট্রাক রাজশাহীর দিক থেকে আসছিল। পথিমধ্যে মুরারিপুর কালুর ডাইং এলাকায় ওভারটেকিংয়ের সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দুই আরোহী ট্রাকের নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের।
দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, কোনো একটা কারণে মোটরসাইকেলচালক তার লেন ছেড়ে ভুল লেনে চলে এসেছিলেন। তাদের দুজনই ঘটনাস্থলে মারা যান। স্থানীয় জনতা ট্রাক আটকে রেখেছে। তবে চালক কৌশলে পালিয়ে যান।
থাকুন সচেতন বার্তার সাথে ফেসবুকে দৈনিক সচেতন বার্তা সচেতন বার্তা আছে আপনারই পাশে