Tuesday, September 23, 2025
Homeখেলাধুলাক্রিকেটসিরিজ জিতে দেশে ফিরেছেন জাকের-তাসকিনরা

সিরিজ জিতে দেশে ফিরেছেন জাকের-তাসকিনরা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টির পূর্ণাঙ্গ সিরিজ শেষ করে প্রায় দেড় মাস পর দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। ২২ ডিসেম্বর সকালে প্রথম ধাপে আসেন জাতীয় দলের ৪ ক্রিকেটার, নাহিদ রানা, হাসান মাহমুদ, জাকের আলী অনিক এবং তাসকিন আহমেদ।

তাদের সঙ্গে ছিলেন বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। ক্রিকেটারদের মাঝে সবার প্রথমে লাউঞ্জ থেকে বের হন নাহিদ রানা। তার পেছন পেছনই বের হন জাতীয় দলের আরেক পেসার হাসান মাহমুদ।

দেশে ফিরে বিমানবন্দরে সংবাদ মাধ্যমকে সিরিজ জয়ের গল্প শুনিয়েছেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন তবে এই ধারাটা অব্যাহত রাখতে দলের একটা স্টেজে আসা প্রয়োজন বলে মনে করেন তিনি। তিনি বলেছেন, ‘টি-টোয়েন্টি জিতলেও আমাদের দুর্বলতা রয়েছে। অনেক জায়গা আছে, যেগুলো দ্রুতই উন্নতি করতে হবে।

আমার মনে হয় না খুব বেশি সময় নেওয়া উচিত। কারণ অপেক্ষা করতে করতে অনেক দিন পেরিয়ে যায়। আমরা এত বছর ক্রিকেট খেলার পর আমাদের একটা স্টেজে আসা উচিত, যেখানে আমরা ধারাবাহিকভাবে ক্রিকেট খেলব। সেটার জন্য আমাদের যে জায়গাগুলো দেখা দরকার, সেগুলো তাড়াতাড়ি দেখব।

ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টি সিরিজ জিতে দেশে ফিরেছেন জাকের তাসকিনরা
ছবি: ফাইল

চ্যাম্পিয়নস ট্রফির আগে বাংলাদেশের আর কোনো ওয়ানডে সিরিজ নেই। ১৯ ফেব্রুয়ারি শুরু হতে টুর্নামেন্ট নিয়ে অবশ্য এখনই চিন্তা করছেন না সালাউদ্দিন। তার মতে, আইসিসির টুর্নামেন্ট নিয়ে নয়, সিরিজ ধরে ধরে ক্রিকেটারদের উন্নতি প্রয়োজন।

তিনি বলেছেন, ‘জানি না আপনারা সবাই চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে ব্যস্ত আছেন কেন? আমার মনে হয় প্রতিটা সিরিজেই যেন ছেলেরা উন্নতি করতে পারে, সেটাই আমাদের জন্য বড় ব্যাপার হবে। যে সিরিজে আমাদের মনে হয় অনেক কিছুই ছিল না, তবে আমার মনে হয় ছেলেরা ভালোই খেলেছে।

আরও ভালো হয়তো হতে পারত। সেখান থেকে যতটুকু করেছে, একটা নতুন দল বা নতুন গোছানো দল হিসেবে তারা যথেষ্ট ভালো করেছে।’

তবে টি-টোয়েন্টিতে বাংলাদেশ একে একে তিন ম্যাচে হারিয়েছে ক্যারিবীয়দের। টি-টোয়েন্টি ইতিহাসে এটি নিজেদের অন্যতম সেরা সাফল্য বাংলাদেশের।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments

Social Media Auto Publish Powered By : XYZScripts.com