Tuesday, September 23, 2025
Homeবিনোদনরাইড শেয়ারিং চালকের কারণে গাড়ি থেকে লাফ দিলেন নায়িকা

রাইড শেয়ারিং চালকের কারণে গাড়ি থেকে লাফ দিলেন নায়িকা

রাইডিং শেয়ারিং চালকের কারণে হাতিরঝিলে গাড়ি থেকে লাফ দিয়ে প্রাণে বাঁচলেন চিত্রনায়িকা নিঝুম রুবিনা।

 

মঙ্গলবার (২১ জানুয়ারি) রাইড শেয়ারিং গাড়িতে চড়ে বনশ্রী থেকে ধানমন্ডি যাওয়ার এই ভয়াবহ ঘটনা ঘটেছে।

এ নিয়ে ফেসবুকে পোস্ট ও ভিডিও বার্তায়ও সেই ভয়াবহ ঘটনার কথা মনে করে কাঁদছিলেন এই নায়িকা।

গতকাল নিঝুম রুবিনা জানান, ঘটনাটি নিয়ে ঢাকার হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন তিনি।

সাধারণ ডায়েরিতে উল্লেখ করেছেন, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে অ্যাপসের মাধ্যমে গাড়ি ডাকেন। বনশ্রীর বাসায় মো: রকি নামের একজন চালক টয়োটা করোলা এক্স জিও (ঢাকা মেট্রো গ ৪৫২৯৭৮) একটি গাড়ি নিয়ে হাজির হন। এরপর গাড়িটি ধানমন্ডি যাওয়ার কথা থাকলেও তা গুলশানের দিকে নিয়ে যেতে চান চালক। এ নিয়ে চিৎকার-চেঁচামেচি হয়। বাঁচাও বাঁচাও বলে ডাকলেও ওই চালক গাড়ি থামাননি।

এ বিষয়ে নিঝুম রুবিনা ফেসবুকে লিখেছেন, আমার স্বামী গ্রামের বাড়ি গিয়েছে, যে কারণে নিজের গাড়ি রেখেই বের হতে হয়। কারণ, আমি ড্রাইভিং পারি না। এজন্য রাইডিং শেয়ারিং কল করি, বনশ্রী থেকে ধানমন্ডি যাব। চালক হাতিরঝিলে উঠে সরাসরি ধানমন্ডির রোডে না ঢুকে গুলশানের দিকে প্রবেশ করেন। জানতে চাইলে তিনি বলেন, ‘আপনার লোকেশনেই যাচ্ছি, চুপ থাকেন। মঙ্গলবার রাস্তা ফাঁকা, তারপরও তিনি গুলশান রোডে ঢুকেছে। তখন তার গাড়ির স্পিড প্রায় ৮০ থেকে ১০০।

আরও পড়ুনঃ সাইফের কথা বলতে গিয়ে মেজাজ হারালেন জ্যাকি শ্রফ!

অনেক হাই স্পিডে গাড়ি টেনে যাচ্ছিল। বিষয়টি আমার কাছে সন্দেহ লাগে। তাকে বলি, আমাকে এখানেই নামিয়ে দেন। তখন তিনি আমাকে বলল, চুপ থাক। কোনো কথা বলবি না। তারপর আমি গাড়ির গ্লাস খুলে বাঁচাও বাঁচাও করে চিৎকার শুরু করি। কারো সাড়া পাইনি। একপর্যায়ে গাড়ির গতি একটু কম মনে হলে লাফ দিয়ে গাড়ি থেকে নেমে যাই।

নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে এই নায়িকা তার ফেসবুকে লেখেন, আমরা কোন দেশে বসবাস করছি? দিনে দুপুরে কি আমাদের নিরাপত্তা পাব না?…আজ যদি গাড়ি থেকে জাম্প করে না নামতাম, তাহলে আমাকে খুঁজে পাওয়া যেত?

নিঝুম রুবিনাকে সর্বশেষ লিপস্টিক ছবিতে দেখা গেছে। বর্তমানে দু’টি সিনেমায় অভিনয় করছেন নিঝুম। একটি আজিম খান পরিচালিত দুই মা, অন্যটি আনোয়ার শিকদার টিটোন পরিচালিত বন্ধু তুই আমার।

আমাদের ভিডিও সংবাদ গুলো দেখতে যুক্ত থাকুন ইউটিউব দৈনিক সচেতন বার্তাচ্যানেলে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments

Social Media Auto Publish Powered By : XYZScripts.com