Tuesday, September 23, 2025
Homeবিনোদনমুক্তি পাচ্ছে নারীপ্রধান দুই সিনেমা

মুক্তি পাচ্ছে নারীপ্রধান দুই সিনেমা

একজন ভাসমান নারীর সংগ্রামের গল্প হলেও ছবিতে খুব মিষ্টি একটি প্রেমের অধ্যায়ও আছে, এক সাক্ষাৎকারে বলেছেন রাফিয়াত রশিদ মিথিলা। সরকারি অনুদানে অরুন চৌধুরী পরিচালিত জলে জ্বলে তারা সিনেমায় তাঁকে সার্কাসকন্যা চরিত্রে দেখা যাবে। অরুন চৌধুরী জানান, ছয়টি সিনেমা হলে ছবিটি মুক্তি পাচ্ছে।

 

সার্কাসকন্যা হিসেবে কাজের অভিজ্ঞতা জানতে চাইলে অরুন চৌধুরী বলেন, আমি কর্মসূত্রে সমাজের বিভিন্ন শ্রেণির, গোত্রের মানুষের সঙ্গে মিশেছি, কাজ করেছি।

তিনি বলেন, আমি চাই আমার মতো করে চরিত্রটি হয়ে উঠতে, যেন তাতে অন্য কোনো চরিত্রের আদল ফুটে না ওঠে। গত পাঁচ বছরের সব কাজে তাই দর্শক আমাকে নতুনভাবেই পেয়েছে। এবারও পাবে।

মিথিলার বিপরীতে হোসেন মাঝি চরিত্রে অভিনয় করেছেন এফ এস নাঈম। প্রথমবার কোনো চলচ্চিত্রে জুটি বেঁধেছেন তাঁরা। নাঈম জানান, ২০০৭ সাল থেকেই তাঁরা খুব কাছের বন্ধু। তখন তাঁরা গান নিয়ে ব্যস্ত ছিলেন। সেই থেকেই বন্ধুত্ব।

তিনি বলেন, আমাদের দুজনের রসায়নটা ছিল দারুণ। দর্শককে নতুন কিছু দিতে চেষ্টা করেছি। আমার কোনো চরিত্রের সঙ্গে সিনেমার মাঝি চরিত্রের মিল খুঁজে পাবেন না। এ যাবৎ যত কাজ করেছি, তার মধ্যে এবারের আমি শতভাগ আলাদা।

২০২০-২১ অর্থবছরে সিনেমাটি অনুদান পায়। করোনার মধ্যেই ২০২১ সালের অক্টোবরে মানিকগঞ্জে সিনেমাটির শুটিং শুরু হয়। মাত্র তিন সপ্তাহেই সিনেমাটির শুটিং শেষ হয়। পরে একাধিকবার তারিখ ঠিক করেও সিনেমাটির মুক্তি পিছিয়ে যায়।

এ প্রসঙ্গে মিথিলা বলেন, এটা সত্যি যে শুটিংয়ের অনেক দিন পরে ছবি মুক্তি দিলে দর্শকের কাছে আবেদন কমে যাওয়ার একটা আশঙ্কা থাকে। তবে এই ছবিতে তারা (মিথিলা) আর হোসেন (নাঈম) মাঝির ভালোবাসা দর্শকের আবেদনকে ফিরিয়ে আনবে।

আরও পড়ুনঃ ওটিটিতে কাজ করতে প্রস্তুত পিউ কাহা

দীর্ঘ এক যুগের বেশি সময় পরে বড় পর্দায় আসছেন নাঈম। সর্বশেষ জাগো সিনেমায় তাঁকে দেখা গিয়েছিল। নাঈম বলেন, প্রথমবার দর্শক আমাকে বড় পর্দায় প্রধান চরিত্রে দেখবেন। আমাদের গল্পটি মানবিক সম্পর্কের। এখানে সব কটি গান রোমান্টিক। এগুলো দর্শকদের ভিন্ন একটি অনুভূতি দেবে।

জলে জ্বলে তারা সিনেমায় আরও অভিনয় করছেন ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, আজাদ আবুল কালাম, নূর ইমরান মিঠু।

মুক্তি পাচ্ছে নারীপ্রধান দুই সিনেমা২

দেশের ১৬ প্রেক্ষাগৃহে একযোগে ময়না

ভালোবাসার গল্প নিয়ে নির্মিত সিনেমা ময়না দিয়ে বড় পর্দায় আজ রাজ রিপার অভিষেক হচ্ছে। এতে তাঁর বিপরীতে রয়েছে চারজন নায়ক। তাঁরা হলেন আমান রেজা, কায়েস আরজু, আফফান মিতুল ও আরেফিন জিলানী। ১৬ প্রেক্ষাগৃহে আজ ছবিটি মুক্তি পাচ্ছে।

অভিষেক সিনেমা নিয়ে স্বভাবতই বেশ উত্তেজিত রাজ রিপা, অবশেষে আমার কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হচ্ছে, এতে আমি খুশি। দিনটি একটি স্পেশাল দিন। আর এই স্পেশাল দিনে দর্শকদের কাছে ময়না একটি স্পেশাল উপহার হবে, এমনটাই আশা করি। সবাইকে অনুরোধ করব আমার প্রথম সিনেমাটি হলে গিয়ে উপভোগ করবেন।

অভিনেত্রী হওয়ার স্বপ্ন নিয়ে মোংলা থেকে ঢাকায় এসেছিলেন রাজ রিপা। জাজ মাল্টিমিডিয়ার দহন সিনেমায় ছোট্ট একটি চরিত্রে অভিনয় করার পর পরিচালকদের নজরে আসেন এই অভিনেত্রী। পরে মুক্তি নামে সিনেমাতে প্রধান চরিত্রে অভিনয় করেন। কিন্তু মুক্তির আগেই মুক্তি পাচ্ছে ময়না।

মঞ্জুরুল ইসলাম পরিচালিত সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেছেন রাজ রিপা। এটি একটি নারীকেন্দ্রিক গল্পের সিনেমা। সিনেমায় আরও অভিনয় করেছেন মোমেনা চৌধুরী, নাদের চৌধুরী, সুব্রত, সূচনা, খলিলুর রহমান কাদরী, আনোয়ার, সীমান্ত, জারা, তাহমিনা মোনা প্রমুখ। বিশেষ চরিত্রে রয়েছেন নায়ক শিশির সরদার, নায়িকা এঞ্জেলা জলি, আপন, শিশুশিল্পী জান্নাতুল ভোর।

থাকুন সচেতন বার্তার সাথে,সচেতন বার্তার ইন্সটাগ্রাম  দৈনিক সচেতন বার্তা পেইজ আছে আপনারই পাশে

RELATED ARTICLES

Most Popular

Recent Comments

Social Media Auto Publish Powered By : XYZScripts.com