Tuesday, September 23, 2025
Homeখেলাধুলাপরিবার দেশে রেখেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাচ্ছেন কোহলিরা

পরিবার দেশে রেখেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাচ্ছেন কোহলিরা

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ হারার পর ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) দলের ওপর বেশ কিছু কঠোর নিয়ম আরোপ করেছে। তারই ধারাবাহিকতায় আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় ক্রিকেটাররা স্ত্রী-সন্তানদের সঙ্গে রাখার সুযোগ পাবেন না।

 

বিসিসিআইয়ের নতুন ভ্রমণনীতিতে বলা হয়েছে, ন্যূনতম ৪৫ দিনের সফরে ক্রিকেটারদের পরিবারের সদস্যরা সর্বোচ্চ ১৪ দিন সঙ্গে থাকতে পারবেন। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতের সফর তিন সপ্তাহের হওয়ায় ক্রিকেটারদের পরিবারকে সঙ্গে থাকার অনুমতি দেওয়া হয়নি।

আরও পড়ুনঃ পাকিস্তানের লক্ষ্য ২৫৪ রান, ৭৬ রানে নেই ৪ উইকেট

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সিনিয়র-জুনিয়র সবার জন্যই এই নিয়ম কার্যকর হবে। বিসিসিআইয়ের এক সূত্র বার্তা সংস্থা পিটিআইকে জানিয়েছে, নিয়মে পরিবর্তন হলে সেটা ভিন্ন বিষয়। তবে এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ক্রিকেটারদের স্ত্রী-সন্তানদের সঙ্গে থাকার অনুমতি নেই।

যেহেতু সফরের মেয়াদ এক মাসের কম, তাই বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে। যদি কোনো ক্রিকেটার পরিবারকে সঙ্গে রাখতে চান, তাহলে তার খরচ নিজেকেই বহন করতে হবে।

বোর্ডের এমন সিদ্ধান্ত ক্রিকেটারদের জন্য নতুন অভিজ্ঞতা হতে চলেছে। কেননা, এর আগে বড় টুর্নামেন্ট বা দীর্ঘ সিরিজে পরিবারকে সঙ্গে রাখার সুযোগ পেয়েছেন তারা।

থাকুন সচেতন বার্তার সাথে,সচেতন বার্তার ইন্সটাগ্রাম  দৈনিক সচেতন বার্তা পেইজ আছে আপনারই পাশে

RELATED ARTICLES

Most Popular

Recent Comments

Social Media Auto Publish Powered By : XYZScripts.com