Tuesday, September 23, 2025
Homeখেলাধুলামেরিনোর জোড়া গোলে আর্সেনালের জয়

মেরিনোর জোড়া গোলে আর্সেনালের জয়

ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপার লড়াইয়ে গুরুত্বপূর্ণ এক জয় পেল আর্সেনাল। শনিবার কিং পাওয়ার স্টেডিয়ামে লেস্টার সিটির বিপক্ষে ২-০ গোলে জয় তুলে নিয়েছে মিকেল আর্তেতার দল। বদলি হিসেবে নেমে জোড়া গোল করে আর্সেনালকে তিন পয়েন্ট এনে দিয়েছেন স্প্যানিশ উইঙ্গার মিকেল মেরিনো।

 

ম্যাচের প্রথমার্ধে দারুণ প্রতিরোধ গড়ে তোলে রেলিগেশন শঙ্কায় থাকা লেস্টার। রুদ ফন নিস্টলরয়ের শিষ্যরা আর্সেনালের আক্রমণ ঠেকিয়ে দেয়, উল্টো কয়েকবার গোলের সুযোগও তৈরি করে স্বাগতিক দলটি। তবে বিরতিতে যাওয়ার আগে কোনো দলই গোলের দেখা পায়নি।

আরও পড়ুনঃ আল নাসর ১০ জনের দল নিয়েই হারালো আহলিকে

বিরতির পর আক্রমণের ধার বাড়ায় আর্সেনাল, কিন্তু প্রতিপক্ষের রক্ষণ ভাঙতে হিমশিম খাচ্ছিল তারা। শেষ পর্যন্ত ৭৫ মিনিটে রাহিম স্টার্লিংয়ের পরিবর্তে মাঠে নামানো হয় মেরিনোকে, আর এখানেই বাজিমাত করে গানাররা। বদলি হিসেবে নেমেই ৮১ ও ৮৭ মিনিটে পরপর দুটি গোল করেন মেরিনো, নিশ্চিত করেন দলের জয়।

এই জয়ে ২৪ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে অবস্থান করছে আর্সেনাল। তবে এক ম্যাচ কম খেলে ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে লিভারপুল। শিরোপার দৌড়ে টিকে থাকতে গুরুত্বপূর্ণ এই জয়ে স্বস্তি নিয়েই মাঠ ছেড়েছে আর্তেতার শিষ্যরা।

থাকুন সচেতন বার্তার সাথে, দেখুন ভিডিও সংবাদ গুলো ইউটিউব দৈনিক সচেতন বার্তা চ্যানেলে

RELATED ARTICLES

Most Popular

Recent Comments

Social Media Auto Publish Powered By : XYZScripts.com