Tuesday, September 23, 2025
Homeবিনোদনমঞ্চে ফিরছেন মৌ

মঞ্চে ফিরছেন মৌ

একজন অভিনেত্রী হিসেবেই দর্শক তাকে চেনেন ও জানেন। তবে অভিনয়ের চেয়ে ভালোলাগা ভালোবাসাটা একটু বেশি নাচের প্রতি। যে কারণে সুযোগ পেলে নাচের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি।

 

আগামী ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিটিভিতে প্রচারের জন্য একুশের বিশেষ নৃত্যানুষ্ঠান-এ নৃত্য পরিবেশন করতে দেখা যাবে অভিনেত্রী ও নৃত্যশিল্পী তাহমিনা সুলতানা মৌকে।

এদিকে এক বছর পর মঞ্চে অভিনয়ের ফিরছেন মৌ। একসময় সুবচন এবং বটতলা নাট্যদলের নিয়মিত সদস্য ছিলেন তিনি। তবে নানা ব্যস্ততার কারণে দীর্ঘদিন মঞ্চে সময় দেওয়া হয়নি। এবার শূন্যণ রেপার্টরি থিয়েটারের চতুর্থ প্রযোজনা ‘আত্মজয়’ নাটকের মাধ্যমে আবারও মঞ্চে ফিরছেন মৌ।

আরও পড়ুনঃ মুক্তি পাচ্ছে নারীপ্রধান দুই সিনেমা

নাটকটি রচনা করেছেন মোমেনা চৌধুরী, নির্দেশনা দিয়েছেন শামীম সাগর। আগামী ২৭ ও ২৮ ফেব্রুয়ারি জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন অনুষ্ঠিত হবে।

এর আগে মৌকে প্রায় এক বছর আগে মঞ্চ নাটক সূচনাতে অভিনয় করতে দেখা যায়। মুক্তি নাট্যোৎসব-এ সূচনা’ নাটকটি প্রদর্শিত হয়েছিলো। আবুল হায়াত রচিত এ নাটকের নির্দেশনা দিয়েছিলেন রহমত আলী। মৌ ‘সূচনা’ নাটকে তানিয়া চরিত্রে অভিনয় করেছিলেন।

আবারো প্রায় এক বছর পর মঞ্চে অভিনয় করা প্রসঙ্গে মৌ বলেন, মঞ্চে সবসময়ই অভিনয় করতে ইচ্ছে করে। কিন্তু সময় বের করাটাই কঠিন হয়ে যায়। তবে অনেকদিন পর মঞ্চে আবারও অভিনয় করবো ভেবেই ভালো লাগছে। অভিনয়ের প্রেমটা আসলে মঞ্চ নাটকেই। একজন সত্যিকারের অভিনেত্রী হয়ে উঠার ক্ষেত্রে মঞ্চ চর্চাটা ভীষণ জরুরি। ধন্যবাদ মোমেনা আপাকে। ধন্যবাদ ‘আত্মজয়’ নাটকের নির্দেশককে সুযোগ দেয়ার জন্য।

মৌয়ের বাবাও মঞ্চ নাটকের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। বাবার কারণেই মৌয়ের থিয়েটারের প্রতি ভালোবাসা তৈরি হয়। মৌ শামীম আরা নীপা ও শিবলী মুহাম্মদের কাছে নাচ শিখেছেন। ১৯৯৯ সালে মোস্তফা সরয়ার ফারুকীর নাটক চোর চোর এর মাধ্যমে পেশাদার অভিনয়শিল্পী হিসেবে যাত্রা শুরু করেন মৌ।

থাকুন সচেতন বার্তার সাথে ফেসবুকে দৈনিক সচেতন বার্তা সচেতন বার্তা আছে আপনারই পাশে

RELATED ARTICLES

Most Popular

Recent Comments

Social Media Auto Publish Powered By : XYZScripts.com