Tuesday, September 23, 2025
Homeসারাদেশনিষিদ্ধ ছাত্রলীগের নেতা ইমরান গ্রেফতার

নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ইমরান গ্রেফতার

অপারেশন ডেভিল হান্ট অভিযানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার আসামি ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশকে জামালপুরের ইসলামপুর উপজেলা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

 

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ জানান, শনিবার গভীর রাতে ইসলামপুর উপজেলার সদর ইউনিয়নের গংগাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ওই এলাকার শাহনেওয়াজ চৌধুরীর ছেলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ইমরান চৌধুরী আকাশ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং শেখ রাসেল শিশু-কিশোর ক্রীড়াচক্রের রংপুর শাখার সভাপতি ও ইসলামপুর উপজেলা শাখা ছাত্রলীগের সদস্য।

আরও পড়ুনঃ গাইবান্ধায় অপারেশন ডেভিল হান্টে আটক ৮

বৈষম্যবিরোধী আন্দোলনে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী এবং শিক্ষকদের উপর হামলার ঘটনায় তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছিল এবং তার বিরুদ্ধে সাইবার আইনে মামলা চলমান রয়েছে।

ইসলামপুর থানা পুলিশ আরও জানায়, ইসলামপুর থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ইমরান চৌধুরী আকাশকে গ্রেফতার করা হয়েছে এবং আদালতে সোর্পদ করা হবে।

এছাড়াও গ্রেফতারকৃত ইমরান চৌধুরী আকাশের সকল তথ্যাদি ইতিমধেই রংপুর পুলিশের কাছে পৌঁছে দেয়া হয়েছে।

থাকুন সচেতন বার্তার সাথে,সচেতন বার্তার ইন্সটাগ্রাম  দৈনিক সচেতন বার্তা পেইজ আছে আপনারই পাশে

RELATED ARTICLES

Most Popular

Recent Comments

Social Media Auto Publish Powered By : XYZScripts.com