Tuesday, September 23, 2025
Homeসারাদেশগাড়িচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর

গাড়িচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর

ঢাকার ধামরাইয়ে অজ্ঞাত গাড়ি চাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। রোববার (১৬ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন— টাঙ্গাইলের নাগরপুর থানার সিংদাইর গ্রামের আবুল হোসেনের ছেলে বাবুল হোসেন (৩০) ও তার স্ত্রী শারমিন(২৮)।

আরও পড়ুনঃ নরসিংদীতে পাশের বাড়ি থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

পুলিশ জানায়, রাতে বাবুল-শারমিন দম্পতি মোটরসাইকেল করে বাড়ি যাচ্ছিলেন এ সময় পথে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি গাড়ি মোটরসাইকেলে ধাক্কা দেয় এতে মোটরসাইকেলে থাকা ওই দম্পতি ছিটকে সড়কে পড়ে যায়।

পরে পথচারীদের সহায়তায় পুলিশ ওই দম্পতিকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দম্পতিকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে গোলড়া হাইওয়ে থানার ইনচার্জ রুপল দাস সচেতন বার্তাকে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।গাড়ির ধাক্কায় মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে যায় তারা।

থাকুন সচেতন বার্তার সাথে, দেখুন ভিডিও সংবাদ গুলো ইউটিউব দৈনিক সচেতন বার্তা চ্যানেলে

RELATED ARTICLES

মতামত

Most Popular

Recent Comments

Social Media Auto Publish Powered By : XYZScripts.com