Tuesday, September 23, 2025
Homeবিনোদনচলে গেলেন অভিনেতা সানী

চলে গেলেন অভিনেতা সানী

ছোট পর্দার তরুণ অভিনেতা শাহবাজ সানী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে অভিনেতার মৃত্যু হয়। অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বসহ একাধিক অভিনেতা ও নির্মাতা ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

ফেসবুক পোস্টে অপূর্ব লিখেছেন, অভিনেতা শাহবাজ সানী আর আমাদের মাঝে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই সানীর জন্য দোয়া করবেন।

আরও পড়ুনঃ এখনই বিয়ে নিয়ে ভাবছেন না পূজা

সানীর মৃত্যুর সংবাদ জানিয়ে ফেসবুক পোস্টে নাট্য নির্মাতা রাফাত মজুমদার রিংকু লিখেছেন, ‘আমার ভাই অভিনেতা শাহবাজ সানী আর আমাদের মাঝে নাই। হাসপাতালে রাত ৩টা ৩০ মিনিটে সে ইন্তেকাল করেছে।’

নির্মাতা ইমরাউল রাফাতের ‘কাছে আসার পর’ নাটক দিয়ে শোবিজে পা রাখেন শাহবাজ সানী। এরপর ছোট পর্দার নিয়মিত মুখ হয়ে ওঠেন তিনি। চরিত্রাভিনেতা হিসেবে শুরু করলেও কেন্দ্রীয় চরিত্রেও দেখা গেছে সানীকে।

২০১৮ সালে গোলাম কিবরিয়া ফারুকীর পরিচালনায় প্রথমবার আবদুল্লাহ নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যায় তাঁকে। তাঁর উল্লেখযোগ্য নাটকের মধ্যে আরও রয়েছে ‘ম্যাচ মেকার’, আহারে মন, তুমি আছো হৃদয়ে, আনারকলি।

থাকুন সচেতন বার্তার সাথে ফেসবুকে দৈনিক সচেতন বার্তা সচেতন বার্তা আছে আপনারই পাশে

RELATED ARTICLES

Most Popular

Recent Comments

Social Media Auto Publish Powered By : XYZScripts.com