Tuesday, September 23, 2025
Homeজাতীয়উপদেষ্টা হিসেবে শপথ নিলেন সি আর আবরার

উপদেষ্টা হিসেবে শপথ নিলেন সি আর আবরার

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের নতুন সদস্য হিসেবে শপথ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সি আর আবরার।

 

আজ বুধবার (৫ মার্চ) সকাল ১১টায় বঙ্গভবনে শপথ নেন তিনি। অনুষ্ঠান শুরু হয় শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে। এরপর, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয় এবং রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন অধ্যাপক সি আর আবরারকে শপথবাক্য পাঠ করান।

গতকাল রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছিলেন অধ্যাপক আবরার শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন।

আশা করা হচ্ছে, শিক্ষা উপদেষ্টা হিসেবে ওয়াহিদউদ্দিন মাহমুদের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করবেন তিনি।

শফিকুল আলম গতকাল জানিয়েছিলেন, আমরা আশা করছি তিনি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নেবেন। অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ অনেকদিন ধরে বলছিলেন যে তিনি একইসঙ্গে দুই মন্ত্রণালয়ের দায়িত্ব পারছেন না।

আরও পড়ুনঃ বৃহস্পতিবার পদত্যাগ করছেন নাহিদ!

১৯৫২ সালের আগস্টে ফরিদপুরে জন্ম নেওয়া সি আর আবরার দীর্ঘদিন ধরে মানবাধিকার, শ্রমিক অভিবাসন ও শরণার্থী বিষয়ে কাজ করে আসছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে তিনি যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ায় যথাক্রমে মাস্টার্স ও পিএইচডি সম্পন্ন করেন। ১৯৭৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগ দেন তিনি।

তিনি বর্তমানে বাংলাদেশে শরণার্থী ও অভিবাসন বিষয়ে সুপরিচিত প্রতিষ্ঠান রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের (রামরু) নির্বাহী পরিচালক হিসেবে কাজ করছেন। রোহিঙ্গা শরণার্থীদের বিষয়েও তিনি দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। বিশেষ করে, আবরার উর্দু ভাষাভাষী তরুণদের বাংলাদেশের নাগরিকত্ব প্রতিষ্ঠার জন্য ক্যাম্প সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

এছাড়াও, আবরার মানবাধিকার সংগঠন- অধিকার-এর সভাপতির দায়িত্ব পালন করছেন এবং অভিবাসন ও অধিকার বিষয়ক লেখালেখি করছেন।

সারাদেশের সকল খবরের আপডেট জানতে দৈনিক সচেতন বার্তার  YouTube  এ চোখ রাখুন।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments

Social Media Auto Publish Powered By : XYZScripts.com