Tuesday, September 23, 2025
Homeবিনোদননারী দিবস নিয়ে ‘প্রশ্ন’ শবনম ফারিয়ার

নারী দিবস নিয়ে ‘প্রশ্ন’ শবনম ফারিয়ার

শোবিজ অঙ্গনের জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। ক্যারিয়ারে বেশকিছু নাটকে অভিনয়ের মাধ্যমে জয় করে নিয়েছেন দর্শকদের মন। চলচ্চিত্রেও কাজ করেছেন তিনি। একটা সময়ে নিয়মিত কাজ করলেও বর্তমানে একটু বেঁছে কাজ করছেন ফারিয়া।

 

তবে সামাজিক মাধ্যমে নিয়মিত পোস্ট দিয়ে নিজের অবস্থান জানান দেন এই অভিনেত্রী। এমনকি সমসাময়িক নানা বিষয় নিয়ে স্ট্যাটাস দিতে দেখা যায় তাকে। এবার নারী দিবসেও নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ছুঁড়েছেন।

শুক্রবার (৭ মার্চ) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দেন এই অভিনেত্রী। তিনি লিখেছেন, যেই দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকলে প্রতি রিফ্রেশে একটি করে ধর্ষনের সংবাদ, সেই দেশে আবার ওমেনস ডে কী?

আরও পড়ুনঃ বলিউডে নারী দিবস

এর মধ্যেই এক ধর্ষকের জামিন পাওয়ার ঘটনায় ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন ফারিয়া। সাজাপ্রাপ্ত এক আসামির জামিনের সংবাদের ছবি ও লিংক পোস্ট করেন তিনি। সেই পোস্টে তিনি লিখেছেন, ধর্ষককে যারা জামিন দিয়েছে কিংবা এই প্রসেসের সঙ্গে যারা জড়িত তাদেরও শাস্তির আওতায় আনা জরুরি।

ফারিয়াকে সর্বশেষ দেখা গেছে মোবারকনামা ওয়েব সিরিজে। এতে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেছেন তিনি। পর্দায় তার সেই বেশ প্রশংসিত হয়েছে। সাম্প্রতিক সময়ে একটি কমেডি শোয়ের বিচারক হিসেবেও দেখা যাচ্ছে তাকে। সূত্রঃ জাগো নিউজ

নতুন নিয়োগ বিজ্ঞপ্তি গুলো দেখুন সচেতন বার্তার লিংকডইন দৈনিক সচেতন বার্তা পেইজে

RELATED ARTICLES

Most Popular

Recent Comments

Social Media Auto Publish Powered By : XYZScripts.com