সারা দেশে সংঘটিত ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকদের কঠোর শাস্তির দাবিতে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা।
আজ রবিবার (৯ মার্চ) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে অবস্থান নেন তারা। এর আগে বিভিন্ন বিভাগের শিক্ষার্থী হল থেকে প্যারিস রোডে জড়ো হতে শুরু করেন। সেখান থেকে ঢাকা-রাজশাহী মহাসড়কে অবস্থান নেন তারা।
এ সময় তারা অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, আমার বোনের কান্না আর না আর না, একটা একটা ধর্ষক ধর ধরে ধরে জবাই কর, উই ওয়ান্ট জাস্টিস নো মোর রেপিস্ট, খুনি কেন বাহিরে ইনটেরিম জবাব চাই, রাবির অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, তুমি কে আমি কে আছিয়া আছিয়া- এমন স্লোগান দেন।
আরও পড়ুনঃ রাবিতে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্রজনতার ওপর হামলার প্রতিবাদে মশালমিছিল
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহসমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, সারা দেশে চলমান ধর্ষণের কোনো উল্লেখযোগ্য বিচার হতে আমরা দেখছি না। আমরা এই সরকারকে শেখ হাসিনার অবস্থাটা মনে করিয়ে দিতে চাই। আমাদের যেন আবার এক দফা নিয়ে রাজপথে নামতে না হয়। আছিয়ার ধর্ষণের দোষ ইনটেরিম এড়াতে পারবে না।
তিনি আরও বলেন, রাজশাহীতে যদি কোনো ধর্ষণের ঘটনা ঘটে তাহলে রাজশাহী প্রশাসনও দায় এড়াতে পারবে না। যত দ্রুত সম্ভব ট্রাইব্যুনাল গঠন করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। শুধু আছিয়া না এত দিন যত ধর্ষণের ঘটনা ঘটেছে সব ঘটনার বিচার করতে হবে। আমাদের বোনদের নিরাপত্তা অবশ্যই নিশ্চিত করতে হবে।
সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী রিফাত হোসাইন বলেন, দেশে এসব কী শুরু হয়েছে? সরকারের কাজ কী? এত এত ধর্ষণের ঘটনা ঘটছে কোনো বিচার নেই। সরকার কি ঘুমাচ্ছে? সব ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
রিফাত আরও বলেন, যত দ্রুত সম্ভব ট্রাইব্যুনাল গঠন করে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। কোনো ধর্ষক যেন ছাড় না পায়। সবাইকে আইনের আওতায় এনে বিচার করতে হবে।
এ সময় বিভিন্ন বিভাগের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
থাকুন সচেতন বার্তার সাথে,সচেতন বার্তার ইন্সটাগ্রাম দৈনিক সচেতন বার্তা পেইজ আছে আপনারই পাশে