বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘খালেদা জিয়ার উন্নত চিকিৎসা জরুরি। দেশের হাসপাতালে তার চিকিৎসা যথেষ্ট নয়। এ জন্য খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিতে হবে।’
রোববার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী প্রজন্ম ‘৭১-এর উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া মাহফিল ও দুস্থ-অসহায়দের মধ্যে ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।
সংগঠনের সভাপতি ঢালী আমিনুল ইসলাম রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ ও মৎস্যজীবী দলের সদস্য সচিব আবদুর রহিম।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য সরকারের উদ্দেশে বলেছেন, মানুষ বুঝেছে যে, আপনারা গায়ের জোরে বিএনপি চেয়ারপারসনকে তিলে তিলে মারতে এবং রাজনীতি থেকে বিতাড়িত করতে চান।
তিনি আরও বলেন, সরকার দুর্নীতির মাধ্যমে পাহাড়সমান টাকা বিদেশে পাচার করেছে। এই টাকাগুলো দেশে আনুন। যত দিন পর্যন্ত করোনাভাইরাস থেকে দেশ মুক্ত না হয়, তত দিন অসহায়, দুস্থ ও শ্রমজীবী মানুষকে অনুদান দিন। তাদের বাঁচাতে উদ্যোগ নিন। যে টাকা লুটপাট করেছেন, তার ১০ ভাগের এক ভাগ শ্রমজীবী মানুষকে দিলেও তাদের না খেয়ে মরতে হবে না।