Sunday, September 14, 2025
Homeবিনোদন‘পানি পানি’গানে ঝড় তুলতেই ভক্তদের উদ্দেশ্যে বাদশাহ'র মন্তব্য ‘রানী আবারো ফিরছে’

‘পানি পানি’গানে ঝড় তুলতেই ভক্তদের উদ্দেশ্যে বাদশাহ’র মন্তব্য ‘রানী আবারো ফিরছে’

বছর খানেক আগেই এক গান দিয়ে মাতিয়ে দিয়েছেন তারা। বাদশাহ ছিলেন গানের শিল্পি। জ্যাকলিন ফার্নান্দেজ ঝড় তুলেছিলেন বাঙ্গালী নারীর সাজে বাহারি নাচে। বলছি তুমুল জনপ্রিয় ও আলোচিত ‘গেন্দা ফুল’ গানের কথা। বহুল প্রচলিত গানটি নতুন করে গেয়ে অনেক রেকর্ড নিজের করে নিয়েছেন বাদশাহ।

গেল বছর গানটি প্রকাশ হতেই সাড়া পড়ে যায় ইউটিউবে। বর্তমানে গানটির টোটাল ভিউ ৫৫০ মিলিয়ন।

‘গেন্দা ফুল’র দারুন এই সাফল্যের পর ভক্তদের জন্য নতুন চমক নিয়ে আসছেন গায়ক ও অভিনেত্রীর এ জুটি। এবার তারা হাজির হচ্ছেন ‘পানি পানি’ শিরোনামের গান নিয়ে।

গানটি লিখেছেন, সুর করেছেন এবং গেয়েছেন বাদশাহ নিজেই। রাজস্থানের অসাধারণ লোকেশনে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে গানটির শুটিং শেষ হয়। সম্প্রতি জ্যাকুলিন গানটির একটি পোস্টার তার ইনস্টাগ্রাম আইডিতে শেয়ার করেছেন। সেই পোস্টে বাদশাহ কমেন্ট করে জানান, ‘রানী আবারো ফিরছে।’

পোস্টটিতে শুধুমাত্র বাদশাহই নন, অভিনেত্রীর হাজারো ভক্ত অনুরাগীরা শুভেচ্ছা জানিয়েছেন নতুন গানের জন্য।

প্রসঙ্গত, জ্যাকুলিন ফার্নান্দেজ বর্তমানে প্রস্তুত হচ্ছেন তার আসন্ন সিনেমা ‘বচ্চন পান্ডে’র শুটিংয়ের জন্য। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করবেন অক্ষয় কুমার। দিন কয়েক পরেই ‘ভূত পুলিশ’ নামক অন্য আরো একটি হরর ঘরনার সিনেমায় তার দেখা মিলবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments