Saturday, September 13, 2025
Homeঘটনা-দুর্ঘটনাঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ১৩

ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ১৩

ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ১৩ জন আহত হয়েছেন। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সকালে সদর উপজেলার সাধুহাটি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন- ফিরোজ, নুরু মিয়া, নুর ইসলাম, দিন মোহাম্মদ, লিমন, সেলিম, আলী কদর, ইদ্রিস আলী, মহসিন আলী।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজলা নির্বাচনকে কেন্দ্র করে সদর উপজেলার সাধুহাটি গ্রামের আওয়ামী লীগ নেতা দুলাল ও সাবেক ইউপি সদস্য রমজান আলীর সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে ঘটনার দিন সকালে গ্রামের স্কুল মাঠে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারীসহ উভয় পক্ষের ১৩ জন আহত হন।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান খান বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments