Sunday, September 14, 2025
Homeঘটনা-দুর্ঘটনাবজ্রপাতে রাজশাহীতে ৪ জনসহ দেশে ৯ জনের মৃত্যু

বজ্রপাতে রাজশাহীতে ৪ জনসহ দেশে ৯ জনের মৃত্যু

দেশের বিভিন্ন স্থানে ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাতে রাজশাহীতে ২ শিশুসহ ৪ জন, পিরোজপুরে দম্পতি ও  হিলিতে দুই বোনের মৃত্যু হয়েছে। এ ছাড়া মাদারীপুরের শিবচরে একজনের মৃত্যু হয়। গতকাল এসব ঘটনা ঘটে।

প্রতিনিধিদের পাঠানো খবর-

রাজশাহী : রাজশাহীতে এক বাগানে আম কুড়ানোর সময় বজ্রপাতে দুই শিশুসহ চারজনের মৃত্যু হয়। এ সময় আহত হয় আরও দুজন। তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বিকালে ঝড়-বৃষ্টিপাতের সময় চারঘাট উপজেলার চক কাপাশিয়া গ্রামে এ দুর্ঘটনায় আরও দুজন আহত হয়েছে। তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন- চক কাপাশিয়া গ্রামের আলেয়া বেগম, মুক্ত খাতুন, পরশ (১০) এবং সোহান (১২)।

চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সমিরা জানান, ঝড়-বৃষ্টিপাতের মধ্যে নিহতরা এক বাগানে আম কুড়াচ্ছিল। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলে আলেয়া ও মুক্তা মারা যান। আহত অবস্থায় অপর চারজনকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোহান ও পরশ মারা যায়।

পিরোজপুর : স্বরুপকাঠী উপজেলার গুয়ারেখা ইউনিয়নের গুয়ারেখা গ্রামে দুপুরে মেরামতের জন্য আবুল কালাম রান্না ঘরের চালের ওপরে উঠেন। এ সময় রান্না ঘরের নিচে থেকে তার স্ত্রী জাহানারা বেগম তাকে সাহায্যে করছিলেন। হঠাৎ তাদের উপরে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তারা মারা যান। মৃত কালাম শেখ স্বরুপকাঠী উপজেলার গুয়ারেখা ইউনিয়নের গুয়ারেখা গ্রামের আবদুল কাদেরের ছেলে এবং তার স্ত্রী।

হিলি : দিনাজপুরের হিলিতে বাড়ির পাশে বাগানে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে মহাসিনা (১২) ও মোফাসিরা (১১) নামে দুই বোনের মৃত্যু হয়। গতকাল বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার লোহাচড়া গ্রামে এ ঘটনা ঘটে। তারা উপজেলার লোহাচড়া গ্রামের মফিজ উদ্দিনের মেয়ে এবং মহাসিনা পাউশগড়া উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণি এবং মোফাসিরা সরঞ্জাগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয়রা জানান, বিকালে ঝড়-বৃষ্টির সময় বাড়ির পাশে আম বাগানে আম কুড়াতে যায় দুই বোন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলে জ্ঞান হারিয়ে ফেলে তারা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন।

শিবচর : মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের দোতারা হাজি ইয়াছিন মোল্লাকান্দি গ্রামের রাকিব হাওলাদার বাংলাবাজার থেকে বাড়ি ফিরছিল। এ সময় বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সঙ্গে সঙ্গে প্রচ- বজ্রপাত হয়। নিজ বাড়ির সামনে আসলে বজ্রপাতের কবলে পড়ে রাকিব। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাকিব দোতারা হাজি ইয়াছিন মোল্লাকান্দি গ্রামের জহিরুদ্দিন হাওলাদারের ছেলে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments