Sunday, September 14, 2025
Homeবিনোদনহাতে হাত রেখে জীবন পার করতে চান শ্রাবন্তীর তৃতীয় স্বামী

হাতে হাত রেখে জীবন পার করতে চান শ্রাবন্তীর তৃতীয় স্বামী

টালিউড সেনসেশন শ্রাবন্তীর সঙ্গে তৃতীয় স্বামী রোশানের সম্পর্ক ভালো যাচ্ছিল না।  দুজন দীর্ঘদিন ধরে আলাদা থাকেন।  বিচ্ছেদের প্রস্তুতিও নিচ্ছিলেন।  হঠাৎ দুদিন আগে শ্রাবন্তীকে ফিরে পেতে আদালতের দারস্থ হন রোশান সিং।  এটি এখন নেটিজেনদের চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
 দাম্পত্য সম্পর্ক তলানিতে নেমে আসায় গত বছরের অক্টোবর থেকে আলাদা থাকছেন শ্রাবন্তী-রোশান।  শেষ পর্যন্ত শ্রাবন্তীকে সংসারে ফেরাতে উদ্যোগী হয়েছেন রোশান।

ভারতের হিন্দু বিবাহ আইনের ৯ নম্বর ধারা ‘রেস্টিটিউশন অব কনজুগাল রাইটস’ বলে আপাতত শ্রাবন্তীর সঙ্গে বিচ্ছেদ এড়াতে পেরেছেন রোশন।

সোমবার রোশনের আবেদনের ভিত্তিতে জুলাইয়ে শ্রাবন্তীকে তলব করেছে আদালত। বিষয়টি আদালতেই মিমাংসা হবে।তার আগে রোশান বললেন, আমি শ্রাবন্তীর সঙ্গে সংসার করতে চাই।

কেন রোশান আবার শ্রাবন্তীর কাছে ফিরে গেলেন?  আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, অনেকে মনে করছেন, বিবাহবিচ্ছেদের পর খোরপোশের চাপ থেকে নিজেকে মুক্ত করার জন্য এই পদক্ষেপ নিয়েছেন রোশন।

তবে রোশন মনে করেন, শ্রাবন্তীর যেমন জীবন যাপনের জন্য রোশনের আর্থিক সাহায্যের প্রয়োজন নেই, তেমনই রোশনও শ্রাবন্তীর মুখাপেক্ষী নন।  তিনি প্রকৃতপক্ষেই অভিনেত্রীর সঙ্গে সংসার করতে চান।  শ্রাবন্তীর হাতে হাত রেখে জীবনটা পার করতে চান।

২০০৩ সালে পরিচালক রাজিব বিশ্বাসকে বিয়ে করেন শ্রাবন্তী।  তাদের ঘরে ঝিনুক নামে এক ছেলে রয়েছে। এরপর এই সম্পর্কের ইতি টেনে কৃষ্ণ বিরাজ নামের এক মডেলকে বিয়ে করেন নায়িকা, কিন্তু সে সম্পর্কও বেশিদিন টেকেনি।

২০১৯ সালের এপ্রিলে ভারতীয় একটি বিমান সংস্থার কেবিন ক্রু সুপারভাইজার রোশন সিংয়ের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছেন শ্রাবন্তী।

এরপর রোশনের সঙ্গেও সম্পর্কে চিড় ধরে শ্রাবন্তীর।  এ নিয়ে তীর্যক সমালোচনা সহ্য করতে হয়েছে শ্রাবন্তীকে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments