ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক রোগীর শরীরে ব্ল্যাক ফাঙ্গাসের অস্তিত্ত মিলেছে। তাকে হাসপাতালের করোনা ইউনিটের কেবিনে ভর্তি রেখে চিকিৎসা চলছে।
সোমবার (১৪ জুন) এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক।
তিনি বলেন, আমাদের করোনা ইউনিটে ভর্তি এক রোগীর শরীরে ব্ল্যাক ফাঙ্গাসের অস্তিত্ত পাওয়া গেছে। নাক-কান-গলা বিভাগে তার অস্ত্রোপচার করা হয়েছে। চিকিৎসকরা বোর্ড গঠন করে তাকে চিকিৎসা দিচ্ছে। তবে তার অবস্থা আশঙ্কামুক্ত।
ঢামেক মেডিসিন বিভাগের রেজিস্ট্রার ডা. ফরহাদ উদ্দিন হাছান চৌধুরী মারুফ জানান, এই রোগী ২৮ দিন আগে করোনাই আক্রান্ত ছিল। পরবর্তিতে মাথাব্যথা, সাইনোসাইটিস এবং ডানচোখে দেখতে সমস্যা হচ্ছিল। কোভিড-পরবর্তী এসব জটিলতা নিয়ে আনুমানিক এক সপ্তাহ আগে করোনা ইউনিটে আবার ভর্তি হন তিনি। সেখানে তার চিকিৎসা চলছিলো। সন্দেহ হওয়ায় নাক কান গলা বিভাগে তার সাইনোসাইটিস এর অপারেশন করা হয়। সেখানকার নমুনা সংগ্রহ করে ফাঙ্গাস টেস্টের জন্য পরিক্ষানাগারে পাঠালে ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত হয় তার।