মির্জা ফখরুল ইসলাম অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের লোকেরা হাজার হাজার কোটি টাকা পাচার করে বিদেশে নিয়ে গেছে, যাচ্ছে। গত পাঁচ-ছয় বছরে প্রায় ছয় লাখ কোটি টাকা পাচার হয়ে গেছে। তিনি বলেন, এই করোনা নিয়েও তারা ব্যবসা করে। টেস্ট নিয়ে ব্যবসা করে, হাসপাতালের বেড নিয়ে ব্যবসা করে, হাসপাতাল নিয়ে ব্যবসা করে, এখানে তিন শ ফিটের কাছে একটা হাসপাতালই তারা উধাও করে দিয়েছে। এভাবে আজকে তারা দেশে দুর্নীতির মহোৎসব শুরু করেছে।
বেরাইদে একটি নিমগাছের চারা রোপণ এবং স্থানীয় নেতাদের মধ্যে নিমগাছের চারা বিতরণ করে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির মহাসচিব। এই কর্মসূচির আওতায় সারা দেশে পাঁচ লাখ নিমগাছের চারা রোপণ করা হবে বলে জানানো হয়।
এ সময় মির্জা ফখরুল আরও বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বৃক্ষরোপণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলে সর্বত্র সামাজিক বনায়নের কাজ শুরু হয়েছিল। নতুন করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারা দেশে বৃক্ষায়নের কর্মসূচি শুরু করেছি। এটাকে আমরা একটা সামাজিক আন্দোলনে পরিণত করতে চাই।’