Monday, September 15, 2025
Homeঅন্যান্যস্বল্পবাস পুরুষ দেখে মেয়েদের মনও চঞ্চল হয়ঃ তসলিমা নাসরিন

স্বল্পবাস পুরুষ দেখে মেয়েদের মনও চঞ্চল হয়ঃ তসলিমা নাসরিন

প্রধানমন্ত্রী ইমরান খান পাকিস্তানে বেড়ে চলা ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনার জন্য নারীদের পোশাককেই দায়ী করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। এরপরই তার এই মন্তব্য ঘিরে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে।

ভারতে নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন এ ব্যাপারে সমালোচনা করতে একটুও ছাড়েনটি । তিনি এক ফেসবুক স্ট্যাটাসে পাক প্রধানমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ জানিয়ে তার যৌবনকালের একটি ‘শার্টলেস’ ছবি তুলে ধরেছেন তসলিমা। ইমরানের সুরেই তিনি বলেছেন, ছেলেরা দেহ প্রদর্শন করলে মেয়েদেরও মন চঞ্চল হওয়া স্বাভাবিক।

ছবিতে ইমরানের শরীরের ঊর্ধ্বভাগ দৃশ্যমান এবং তাঁর গায়ে কোনও জামা নেই। সেই নিয়ে তসলিমা লেখেন, পুরুষ যদি স্বল্প পোশাক পরে, তাতে মেয়েদেরও মন চঞ্চল হতে পারে, যদি না তারা রোবট হয়।

রাজনীতিতে প্রবেশের পর থেকেই বিভিন্ন সময় বিতর্কিত মন্তব্য করতে শোনা গিয়েছে ইমরান খান। তাতে সাম্প্রতিক সংযোজন ধর্ষণের জন্য মেয়েদের স্বল্পবাসকে দায়ী করা। একটি বিদেশি সংবাদমাধ্যমে ইমরান বলেন, স্বল্পবাস মহিলাকে দেখে পুরুষের মন চঞ্চল হওয়াটাই স্বাভাবিক, যদি না সেই পুরুষ রোবট হয়। সাধারণ বুদ্ধি অন্তত তাই বলে। ইমরানের এই মন্তব্যে বিতর্ক শুরু হতে সময় লাগেনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments