Tuesday, September 16, 2025
Homeরংপুরদিনাজপুরদিনাজপুরের ফুলবাড়ীতে ১০ দিনের কঠোর লকডাউন ঘোষণা

দিনাজপুরের ফুলবাড়ীতে ১০ দিনের কঠোর লকডাউন ঘোষণা

দিনাজপুরের ফুলবাড়ীতে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ১০ দিনের লকডাউন ঘোষণা করেছে উপজেলা করোনা প্রতিরোধ কমিটি।

বৃহস্পতিবার (২৪জুন) বিকাল সাড়ে ৫টায় কমিটির জরুরি সভা শেষে এ ঘোষণা দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রিয়াজ উদ্দিন। শুক্রবার (২৫ জুন) থেকে ৪ জুলাই (রোববার) পর্যন্ত লকডাউন চলবে।

সভায় অনলাইনে যুক্ত ছিলেন দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার, উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মশিউর রহমান, ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুল হাসান, বিজিবি প্রতিনিধি নায়েক সুবেদার উত্তম কুমার সিংহ প্রমুখ।

লকডাউন চলাকালে শুধুমাত্র কাঁচাবাজার ও মুদি দোকান সকাল ৮টা থেকে ২ পর্যন্ত খোলা থাকবে। বাস, ট্রাক, সাইকেল, মোটর সাইকেল, রিকশা, ভ্যানসহ গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments