জাতীয় প্রেস ক্লাবে শনিবার (২৬ জুন) ‘শিক্ষায় প্রত্যাশা ও প্রাপ্তি করোনাকালীন শিক্ষা ব্যবস্থা ২০২১-২০২২’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য কথা বলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্ট্রি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
আলোচনায় ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, বিএনপির ক্ষমতায় আসারই ইচ্ছে নাই। ক্ষমতায় আসতে হলে ইচ্ছে, আগ্রহ থাকতে হবে। সঙ্গে সঙ্গে তাকে পরিকল্পনা করতে হবে, যে কোন কোন জায়গায় পরিবর্তন আনতে হবে। সেগুলো নিয়ে আলোচনার প্রয়োজন। আজ বিএনপি পরিচালিত হচ্ছে আল্লাহর ওহী দিয়ে। ওহী লন্ডন থেকেই বেশী আসে। এ স্বৈরতান্ত্রিক সরকারের পতন ঘটাতে হলে, সবচেয়ে বেশি পরিবর্তন ঘটাতে হবে বিএনপির নিজের ঘরে। সরকার যেভাবে খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে, বিএনপি হয়তো উপলব্ধি করতে পারছে না।
তার বক্তব্য চলাকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিয়ে মন্তব্য করায় এক ছাত্রদল নেতার তোপের মুখে পড়েন তিনি। জানা গেছে ওই ছাত্রদল নেতার নাম ওমর ফারুক কাওছার। তিনি সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি।
তারেক রহমানের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, আমি বারবার বলেছি, তারেক তুমি দুই বছর চুপচাপ বসে থাকো। পারলে বিলেতে লেখাপড়ায় যুক্ত হয়ে যাও, সেখানে বহুভাবে লেখাপড়া হয়। এসময় ওমর ফারুক কাউসার দাঁড়িয়ে উঠে বলেন, ‘আমাদের নেতাকে (তারেক রহমান) নিয়ে উল্টা-পাল্টা কথা বলবেন না। কখনোই কথা বলবেন না।’
ডা. জাফরুল্লাহ এসময় তার উদ্দেশে বলেন, ‘আমার কথা শেষ হোক, বুঝেন, এরপর কথা বলেন।’ কিন্তু জাফরুল্লাহর কথায় কর্ণপাত করেননি তিনি। ওমর ফারুক কাউসার বলেন, ‘আমরা সব বুঝি, আমরা অবশ্যই বুঝি। আমাদের নেতাকে নিয়ে কথা বলবেন না। আপনাকে নিয়ে কথা বলুন। পরবর্তী সময়ে আপনার কিছু হলে আমরা দায়ী না।’ তখন জাফরুল্লাহ বলেন, ‘আপনারা কেন দায়ী হবেন?’
জাফরুল্লাহর সঙ্গে কিছুক্ষণ বাদানুবাদের পর সেমিনার ত্যাগ করেন ওমর ফারুক।এরপর আরও মিনিট দুয়েক বক্তব্য রাখেন জাফরুল্লাহ চৌধুরী।