Monday, September 15, 2025
Homeবিনোদনশ্রীলেখার পরকীয়া ধরে ফেললেন স্বামী শিলাজিৎ!

শ্রীলেখার পরকীয়া ধরে ফেললেন স্বামী শিলাজিৎ!

ফের পর্দায় জুটি বাঁধছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র ও সংগীত শিল্পী শিলাজিৎ মজুমদার। ‘১২ সেকেন্ডস’ নামের শর্ট ফিল্মে জুটি বেঁধেছেন দুই তারকা। অংশুমান বন্দ্যোপাধ্যায় পরিচালিত এই ইরোটিক থ্রিলারে পর্দায় ফুটে উঠবে জুটির রহস্যমাখা প্রেমের উষ্ণতা। স্বামী শিলাজিৎ মজুমদার থাকা সত্ত্বেও পর্দায় পরকীয়ায় জড়িয়ে পড়েছেন শ্রীলেখা মিত্র।

স্বল্প দৈর্ঘ্যের ছবিতে স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন শ্রীলেখা ও শিলাজিৎ। পরিচালকের কথায়, এই ছবি দর্শককে এমন এক দুনিয়ায় নিয়ে যাবে যেখানে বাস্তব আর স্বপ্ন মিলে মিশে যায়। ১২ সেকেন্ডের মধ্যেই শিলাজিৎ জানতে পারেন তাঁর স্ত্রী সৃজিতার অন্য সম্পর্কের কথা। ছেলে কোকেনে আসক্ত। মেয়ে বয়সে অনেক বড় এক বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে লিপ্ত। সব প্রশ্নের উত্তর দেবে ‘১২ সেকেন্ডস’।

এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে শিলাজিৎ জানিয়েছেন, ‘ছবিতে কাজের অভিজ্ঞতা ভীষণ ভালো। চিত্রনাট্য বেশ ইন্টারেস্টিং লেগেছিল। তাই রাজি হয়ে গেলাম। সব সময়ই আমি নতুন ধরনের চরিত্রে অভিনয়ের চেষ্টা করে এসেছি। এখানেও তার কোনও ব্যতিক্রম হয়নি। অভিনয়ের পাশাপাশি ছবিতে একটি বাংলা র‌্যাপ গানও গেয়েছি আমি। গানটি লিখেছে সৈকত এবং মিউজিক দিয়েছে রুদ্র।’

সৃজিতার চরিত্র শ্রীলেখা মিত্রের কথায়, ‘আকর্ষণের একাধিক কারণ। নতুনদের সঙ্গে কাজের উত্তেজনা। শিলাজিতের সঙ্গে ফের জুটি বাঁধার সুযোগ। ভাল গল্প’। পরিচালক অংশুমান জানান, ‘১২ সেকেন্ডস’ শুধুমাত্র খুনের রহস্য নয়, ছবির পরতে পরতে রয়েছে সাসপেন্স। শুধু সাদা-কালো নয়, মানুষের ‘ভিতরের আমি’ এবং ‘বাইরের আমি’র মধ্যে যে প্রতিনিয়ত অন্তর্দ্বন্দ্বকে ধরে রাখার লোভ সামলাতে পারিনি। তাই মনের গভীরে লুকিয়ে থাকা ‘গোপন আমি’র হদিশ দিতেই বানালাম শর্টফিল্ম ‘১২ সেকেন্ড’।

ছবির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন এনাক্ষী চৌধুরী এবং অরূপ দেব। গল্প ও মূল ভাবনা অংশুমান বন্দ্যোপাধ্যায়ের। চিত্রনাট্য লিখেছেন সুপর্ণা ঘোষ মিত্র। ক্যামেরায় রয়েছেন সুমনজিৎ রায়, এডিটে অরিজিৎ বোস। স্থির চিত্র ও পোস্টার ডিজাইন সুরশ্রী শীল এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক রুদ্র সরকারের। সুত্র: হিন্দুস্তান টাইমস।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments