Saturday, September 13, 2025
Homeচট্টগ্রামফেনীআ.লীগের সহ-সভাপতি হলেন যুবদল নেতা

আ.লীগের সহ-সভাপতি হলেন যুবদল নেতা

ফেনীর সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের কমিটিতে সহ-সভাপতি পদ পেয়েছেন একই উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু সুফিয়ান মাস্টার। আওয়ামী লীগের কমিটিতে নিজের নাম দেখে হতাশ হওয়ার কথা জানিয়েছেন সুফিয়ান মাস্টার।

আবু সুফিয়ান মাস্টার গত ফেব্রুয়ারি মাসে ঘোষিত সোনাগাজী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক। সম্প্রতি ঘোষিত সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের কমিটিতে সহ-সভাপতি পদেও তার নাম আছে। কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক না হলেও এলাকায় তিনি পরিচিত ‘সুফিয়ান মাস্টার’ নামে।

আবু সুফিয়ানের দুই সংগঠনের কমিটিতে পদ পাওয়া নিয়ে উভয় দলের নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিষয়টি জানাজানি হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নানা মন্তব্য করেছেন অনেকে।

শফিউল্যাহ মাস্টারের নাম লিখতে গিয়ে কম্পিউটারে টাইপিংয়ে ভুলবশত সুফিয়ান মাস্টারের নাম লেখা হয়েছে বলে ব্যাখ্যা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. রফিকুল ইসলাম।

যুবদল সূত্রে জানা গেছে, গত ১০ ফেব্রুয়ারি জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন ও সাধারণ সম্পাদক খন্দকার নাছির উদ্দিন ৪২ সদস্যবিশিষ্ট সোনাগাজী উপজেলা যুবদলের একটি আহ্বায়ক কমিটি অনুমোদন দেন। ওই কমিটির ১ জন আহ্বায়ক, ১৫ জন যুগ্ম আহ্বায়ক, ১ জন সদস্যসচিব এবং বাকিরা সদস্য। ঘোষিত ওই কমিটির প্রথম কাতারে যুগ্ম আহ্বায়ক হিসেবে নাম আছে আবু সুফিয়ান মাস্টারের।

এদিকে ২০ জুন উপজেলা আওয়ামী লীগের ৭১ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়। ঘোষিত কমিটিতে সভাপতির পরে আবু সুফিয়ান মাস্টারকে ৭ নম্বর সহসভাপতি হিসেবে উল্লেখ করা হয়। দলীয় প্যাডে স্বাক্ষর দিয়ে এ কমিটির অনুমোদন দিয়েছেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট পিপি হাফেজ আহাম্মদ ও সাধারণ সম্পাদক ফেনী-২ আসনের এমপি নিজাম উদ্দিন হাজারী।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments